ভাঙনের কবলে প্রাথমিক বিদ্যালয়, ৫ গ্রামের শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকিতে

৩১ আগস্ট ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ AM
যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়

যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় © টিডিসি

ময়মনসিংহের ফুলপুরে মালিঝি নদীর ভাঙনে যেকোনো সময় ধসে পড়তে পারে তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দনারভিটা গ্রামে অবস্থিত এ বিদ্যালয় পার্শ্ববর্তী পাঁচ গ্রামের শিশুদের একমাত্র ভরসা হলেও এখন তা নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় পড়েছে।

১৯৮২ সালে স্থাপিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিকসহ ৩ জন শিক রয়েছেন। সাম্প্রতিক সময়ে ভারী বৃষ্টিতে নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ইতোমধ্যে নদী ভাঙন বিদ্যালয় ভবন স্পর্শ করেছে। ভবনটি নদীতে ধসে পড়া শুধু সময়ের ব্যাপারমাত্র বলে জানিয়েছে এলাকাবাসী। মাঝেমধ্যেই নদীর পাড় বিশাল আকারে পানিতে ভেঙে পড়ছে। ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে নদীর ভাঙন ক্রমাগত বিদ্যালয়ের নিকটবর্তী হচ্ছে। তা সত্ত্বেও বিদ্যালয়টি রক্ষায় বা নদীর ভাঙনরোধে প্রশাসন বা কর্তৃপরে কোনো উদ্যোগ নেই। বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হলে এলাকার ৫ গ্রামের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে। 

সিংহেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম তালুকদার জানান, এলাকার গুরুত্বপূর্ণ এ বিদ্যালয়টি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত।

তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক আঞ্জুমান আরা বেগম জানান, ইতঃপূর্বে এ বিদ্যালয়ে নিয়মিত প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত ছিল। নদী ভাঙনের ফলে বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে ১০৬ জনে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ নেওয়াজ বেগমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।  

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা জানান, তিনি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন। তারা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০৭ জানুয়ারি ২০২৬
ন্যায় বিচারের আশায় আজও দিন গুনছে পরিবার
  • ০৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপির ৫ নেতার পদত্যাগ
  • ০৭ জানুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা দীপু…
  • ০৭ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • ০৭ জানুয়ারি ২০২৬