দুর্নীতির চিত্র উন্মোচিত © টিডিসি
সিরাজগঞ্জ জেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে প্রশাসনিক সেবা— সবখানেই অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটেছে। সিরাজগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এ ব্যাপারে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে স্লোগান ছিল - ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ । সম্প্রতি প্রকাশিত তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে জেলার বিভিন্ন খাতে মোট ৯৫টি অনিয়ম ও দুর্নীতির ঘটনা চিহ্নিত হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রতিবেদনে দেখা যায়— উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, ভুয়া বিল-ভাউচার, ত্রাণ বিতরণে অনিয়ম, শিক্ষা ও নিয়োগ খাত, স্বাস্থ্য খাতে দুর্নীতি। জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযোগগুলো যাচাই-বাছাই চলছে। প্রতিটি অনিয়মের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল বলছেন, বছরের পর বছর অনিয়ম-দুর্নীতির কারণে জেলার উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষের দাবি— এসব দুর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
সিরাজগঞ্জের এই ৯৫টি অনিয়ম-দুর্নীতির চিত্র শুধু প্রশাসনিক ব্যর্থতারই প্রতিচ্ছবি নয়, বরং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার চ্যালেঞ্জকেও সামনে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, তদন্ত শেষে প্রকৃতপক্ষে কতজন দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।