নতুন পত্রিকা ‘মাসিক মীরসরাই পরিক্রমা © টিডিসি
মীরসরাইয়ে নতুন পত্রিকা ‘মাসিক মীরসরাই পরিক্রমা’-এর মোড়ক উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক ও ফিতা কেটে এ যাত্রার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি একইসঙ্গে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, উপজেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মাঈন উদ্দিন, নাট্যকার মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম এবং পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুব পলাশ।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাব ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মীরসরাই একটি সম্ভাবনাময় উপজেলা। এই এলাকার সমস্যা-সম্ভাবনার চিত্র তুলে ধরতে স্থানীয়ভাবে একটি শক্ত গণমাধ্যম প্রয়োজন ছিল। ‘মাসিক মীরসরাই পরিক্রমা’ সে অভাব পূরণ করবে বলে আশা করি। অনুষ্ঠানে শেষে অতিথিরা ওয়েবসাইট উদ্বোধন করেন এবং কেক কেটে ‘মীরসরাই পরিক্রমা’র আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন।