তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রাকে থামিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

গ্রেপ্তার ইমরান হোসেন সাগর
গ্রেপ্তার ইমরান হোসেন সাগর  © টিডিসি

বরগুনার আমতলী উপজেলায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মালবাহী ট্রাক থামিয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি বরিশালের দক্ষিণ আলেকান্দা এলাকার হাবিবুর রহমানের ছেলে ইমরান হোসেন সাগর।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, বুধবার রাত আড়াইটার দিকে কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে লোহার এঙ্গেল বহনকারী একটি ট্রাক ছুড়িকাটা এলাকায় পৌঁছালে ১২-১৩ জন ব্যক্তি সেটি অবরোধ করে। তারা চালকের মোবাইল ফোন থেকে মালিকের সঙ্গে যোগাযোগ করে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইমরান হোসেন সাগরকে আটক করে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় আমতলী থানায় চাঁদাবাজির একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বেলাল হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ