দুই লাখ টাকা চাঁদা দাবি, বৈষম্যবিরোধীর সাবেক ২ নেতা গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মে ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০২:৩৯ PM

মানিকগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন শিবালয় উপজেলার নবগ্রাম গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম রাজু (২১) ও মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেওতা গ্রামের মেহেরাব হোসাইন (১৯)। তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনেও মামলা হয়েছে।
তারা দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব ছিলেন। সম্প্রতি তারা কমিটি থেকে পদত্যাগ করেছেন। আজ বুধবার (২১ মে) সকালে তাদের বাড়ি থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
সদর থানার পুলিশ জানিয়েছে, তারা শহরের পশ্চিম দাশড়া এলাকার বাসিন্দা মো. আনিসুর রহমান সাব্বিরের কাছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। সাব্বির চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে 'মানিকগঞ্জ নিউজ', 'আমরাই মানিকগঞ্জ' (ইংরেজি অক্ষরে), 'আমাদের প্রাণের মানিকগঞ্জ' ও 'টাঙ্গাইলের সব খবর' নামে ফেসবুক পেজ থেকে তার মিথ্যা পোস্ট দিয়ে তাকে হয়রানি করতে থাকেন। এই ঘটনায় এসব পেজের অ্যাডমিন জড়িত বলে ধারণা করছে পুলিশ। তবে পেজের অ্যাডমিনদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
সূত্র আরও জানিয়েছে, সদর থানার পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা যৌথভাবে তদন্ত করে দু’জনের চাঁদা দাবির অভিযোগের ব্যাপারে নিশ্চিত হয়েছে। এদিন সকালে দু’জনকে আটকের পর সাব্বির বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক বলেন, ওই দু’জন কমিটিতে যুগ্ম সদস্যসচিব পদে ছিলেন। তবে তারা পদত্যাগ করেছেন। তাদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ সত্যি হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, গুজব ছড়ানো উল্লিখিত ফেসবুক পেজের মডারেটর হিসেবে পেজ পরিচালনাসহ তাদের বিরুদ্ধে তথ্য আদান–প্রদানের তথ্যাদির সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া বাদী আনিসুর রহমানসহ আরও অনেকের কাছে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সত্যতাও পাওয়া গেছে।