ময়মনসিংহে অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য আটক

২৮ জুলাই ২০২৫, ১০:০৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৩:০৫ PM
আটক চারজন

আটক চারজন © টিডিসি

ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। এ সময় একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোরে জেলার গৌরীপুর থেকে তিনজন ও তারাকান্দা থেকে একজনকে আটক করা হয়।
 
আটকরা হলেন ঢাকার মো. শামিদ (৩০), নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মোছা. রেহেনা আক্তার সাদিয়া (৩৫), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মো. মোস্তফা (৬২) ও ময়মনসিংহের তারাকান্দা থানার মো. মোস্তফা (৩৯)।
 
সোমবার (২৮ জুলাই) দুপুরে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাবের এডিশনাল ডিআইজি নয়মুল হাসান।
 
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত বুধবার (২৩ জুলাই) মো. জাকির হোসেন নামের এক ব্যক্তি র‌্যাব-১৪-এর অধিনায়ক বরাবরে একটি অভিযোগ করেন। অভিযোগে জানানো হয়, ২২ জুলাই পৌনে ১২টার দিকে এক নারী সদর উপজেলার দাপুনিয়া বাজার থেকে বাড়েরার পুল এলাকা পর্যন্ত অটোরিকশা রিজার্ভ নেন। তখন পথিমধ্যে বাড়েরা পুল আকন্দবাড়ি রোড-সংলগ্ন এলাকায় অটোরিকশাচালককে দাঁড়াতে বলেন ওই নারী। তখন অটোরিকশাটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ব্যক্তিগত কাজে একটু দূরে যান। তখন ওই নারী যাত্রীও অটোরিকশা থেকে নেমে যান। এ সময় ওই চক্রের অপর অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। মুহূর্তেই একটি সাদা রঙের প্রাইভেটকার এসে ওই নারীকে নিয়ে চলে যায়।
 
এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৪ গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে সোমবার ভোরে অটোরিকশা চোর চক্রের চারজন সক্রিয় সদস্যসহ প্রাইভেটকারটি আটক করা হয়।
 
র‌্যাব-১৪-এর এডিশনাল ডিআইজি নয়মুল হাসান জানান, আটক আসামিরা প্রাইভেটকার যোগে ঢাকা থেকে ময়মনসিংহে এসে অটোরিকশা চুরি করে চোরাই অটোরিকশা চোর চক্রের প্রধান স্থানীয় বাসিন্দা মো. মোস্তফার কাছে বিক্রি করে দিতো। মো. মোস্তফা দীর্ঘদিন ধরে চোরাই অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে, আবার কখনো অটোরিকশার রঙ পরিবর্তন করে বিক্রি করে আসছিলেন। আটকদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় রাজনীতির ওপর নিষেধাজ্ঞা জারি করল রাবিপ্রবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
 রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন …
  • ১৬ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন খাদ্য নির্দেশিকা: কম চিনি, বেশি প্রোটিন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তিযুদ্ধে সন্তান: হলের বাইরে অভিভাবকরা দিচ্ছেন অন্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9