ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, ২২ ঘণ্টায়ও সন্ধান না পেয়ে মহাসড়ক অবরোধ

২৮ জুলাই ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৮:৫০ PM
ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ হওয়ার ঘটনায়ি সড়ক অবরোধ

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ হওয়ার ঘটনায়ি সড়ক অবরোধ © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতি (২৪) নামের এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় দ্বিতীয় দফায় আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। নিখোঁজের ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং দ্বিতীয় দফায় মহাসড়ক অবরোধ করে। তারা জানান, যতক্ষণ পর্যন্ত নিখোঁজ জ্যোতির সন্ধান না মিলবে, ততক্ষণ সড়ক অবরোধ অব্যাহত থাকবে।

এর আগে, রবিবার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। টানা বৃষ্টির কারণে পানি উপচে পড়ায় খোলা ম্যানহোলটি চোখে পড়ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান।

প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে, যা এখনও চলছে।

জানা গেছে, নিখোঁজ ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতি রাজধানীর মিরপুর ১০ নম্বর সেক্টরের বাসিন্দা। তিনি ‘মনি ট্রেডিং’ নামের একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। জ্যোতির বাড়ি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ায়। রবিবার রাতে তিনি চিকিৎসা নিতে টঙ্গীর ঢাকা ইমপেরিয়াল হাসপাতালে এসেছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‘ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। বৃষ্টির কারণে এটি পানিতে পরিপূর্ণ এবং তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।’

এলাকাবাসীর অভিযোগ, সড়কের পাশের ১২ ফুট প্রশস্ত ড্রেন সংকুচিত করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে, যার ফলে বর্ষায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ নেয়। তাদের দাবি, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’

চূড়ান্ত প্লে-অফের লাইন-আপ, দেখে নিন কবে কার ম্যাচ 
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিপিএলে আসছেন ফিল সল্ট? খোলাসা করল সিলেট টাইটান্স
  • ১৮ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী হত্যায় বিএনপির ৬৩ নেতাক…
  • ১৮ জানুয়ারি ২০২৬
অবশেষে শোকজের জবাব দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল
  • ১৮ জানুয়ারি ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা, সেই চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9