একজন মেয়ের শেষ চেষ্টা, শুধু টাকা নয়, চাই মানবতা—বাবাকে বাঁচাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর আকুতি

২৭ জুলাই ২০২৫, ১০:৫৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৯:১১ AM
নাইস সুলতানা ও তার বাবা

নাইস সুলতানা ও তার বাবা © টিডিসি

`জমি শেষ, সঞ্চয় শেষ—এখন মানুষের ভরসায় বাবার জীবন'। বাবা আজ হাসপাতালের বিছানায়—একটি জীবন ফেরাতে হাত বাড়ান। `বাঁচতে চান নাইস সুলতানার বাবা—১৫ লাখ টাকা দূরে জীবন'। রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের চতুর্থ বর্ষের  শিক্ষার্থী নাইস সুলতানা এখন বাবাকে বাঁচাতে জীবন সংগ্রামে লিপ্ত। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত তাঁর বাবা বর্তমানে দুটি কিডনি সম্পূর্ণভাবে বিকল হয়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। আর এই চিকিৎসা প্রক্রিয়ায় প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা।

নাইস সুলতানা জানিয়েছেন, তাঁর বাবা ডায়াবেটিস, হৃদরোগ এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো জটিল রোগে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন ধরে। চোখের রেটিনার সমস্যার জন্য ২০১৯ সাল থেকে নিয়মিত দুই চোখে ইনজেকশন নিতে হয়েছে, যা প্রতিবারে ৮ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। এর পাশাপাশি পিত্তথলীর পাথর ও হৃদরোগের চিকিৎসাও চলছিল।

তবে গত বছরের সেপ্টেম্বর থেকে তাঁর শারীরিক অবস্থা হঠাৎ করেই মারাত্মক অবনতির দিকে মোড় নেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে জানা গেছে, তাঁর দুইটি কিডনিই সম্পূর্ণভাবে বিকল। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের ২১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন এবং সপ্তাহে তিনবার হেমোডায়ালাইসিস করাতে হচ্ছে, যার প্রতিবার খরচ ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। চিকিৎসা, ওষুধ, পরীক্ষা এবং ডায়ালাইসিসের সব খরচ মিলিয়ে প্রতি সপ্তাহে খরচ হচ্ছে ১৮-২০ হাজার টাকা। পরিবারের সঞ্চয় ও জমি বিক্রি করে এতদিন চিকিৎসা চালানো হলেও এখন পরিবারটি আর সক্ষম নয়।

নাইস বলেন, ‘আমার বাবাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন তাঁর বাঁচার একমাত্র উপায় কিডনি ট্রান্সপ্লান্ট, যা আমাদের পক্ষে সম্ভব নয়।’তিনি সকল হৃদয়বান ব্যক্তি, সামাজিক সংগঠন, কর্পোরেট সেক্টরের সিএসআর ফান্ড, ডাক্তার, হাসপাতাল এবং দানশীল মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। যে কেউ  যেকোনো পরিমাণ অর্থ দিয়ে পাশে দাঁড়াতে পারেন।যদি কেউ হাসপাতালের সঙ্গে যুক্ত থাকেন, চিকিৎসা খরচ কমাতে সাহায্য করতে পারেন। চিকিৎসক হয়ে থাকলে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সহায়তা করা যেতে পারে।

সাহায্যের জন্য একাউন্ট ও নম্বর: বিকাশ- 01521205218 (Sakib Chowdhury), নগদ- 01835408159 (Sakib Chowdhury), ডাচ্-বাংলা ব্যাংক (DBBL): Account No: 1061510019918, Name: MD. SAKIB CHOWDHURY, Branch: Narayanganj Branch

বৈষম্যহীন সমাজ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়ের আহ্বান স্বাস্থ্য উপ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্লে-অফের আগে আরও এক তারকাকে দলে ভেড়াল সিলেট টাইটান্স
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফাঁকা ৩২ আসনে যাদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন
  • ১৮ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে স্বচ্ছতা ও দায়বদ্ধতায় অটল সিলেট টাইটান্স 
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিকাশ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ১৮ জানুয়ারি ২০২৬
অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9