আনোয়ারায় চুরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে স্বর্ণাংকার ও টাকা উদ্ধার, চোর গ্রেপ্তার

১৮ জানুয়ারি ২০২৬, ০২:৪১ PM
চুরি যাওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার মো. তৌফিকুল ইসলাম

চুরি যাওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার মো. তৌফিকুল ইসলাম © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় একটি বসতঘরে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধারসহ এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে আনোয়ারা উপজেলার মোহাম্মদপুর এলাকার একটি পাহাড়ের পাদদেশ থেকে তাকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. তৌফিকুল ইসলাম ওরফে হৃদয় (২২)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রেমাশিয়া এলাকার বাসিন্দা মৃত নুরুল আমিনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টা থেকে ১৫ জানুয়ারি ভোর ৫টার মধ্যে আনোয়ারা থানাধীন ৮ নম্বর চাতরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ডুমুরিয়া নয়া মিয়া কন্ট্রাকটরের বাড়ির বাদীর বসতঘরে চুরির ঘটনা ঘটে। ওই বাড়ির মালিক আলী হোসেন (৬০) নিরাপত্তার কারণে তার মেয়ের স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি ডিপিএস জমার বই নিজের বাড়িতে এনে রেখেছিলেন।

ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে তিনি ঘরের প্রধান দরজা খোলা দেখতে পান। পরে ঘরের একটি কক্ষে থাকা স্টিলের আলমারি ভাঙা অবস্থায় পাওয়া যায়। আলমারির ভেতর থেকে প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি স্মার্টফোন চুরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

চুরি হওয়া মালামালের মধ্যে ছিল প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস, ১২ আনা ওজনের দুই জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি স্বর্ণের চেন, একটি ভিভো স্মার্টফোন, নগদ ১২ হাজার টাকা ও একটি ডিপিএস জমার বই।

ঘটনার পরদিন ১৫ জানুয়ারি আলী হোসেন বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা করেন। মামলা রুজুর পরপরই আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাসের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাত্র দুই দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, চুরির ঘটনার পর আধুনিক প্রযুক্তির সহায়তায় পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারের সময় অভিযুক্তের কাছ থেকে একটি স্বর্ণের নেকলেস, একটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, নগদ ৭ হাজার ৫০০ টাকা এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌফিক চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে এর আগেও চুরি-সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে তদন্তে জানা গেছে। পৈতৃক বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ায় তিনি আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন সময় বসতঘরে চুরি করতেন এবং পাহাড়ি এলাকায় রাত্রিযাপন করতেন।

গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইউএপিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই শিক্ষক বহিষ্কার
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের ব্ল্যাকমেইলিং সহ্য করবে না ইউরোপ: ডেনিশ প্রধানমন্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন …
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ২১
  • ১৯ জানুয়ারি ২০২৬
সোসিয়েদাদের কাছে হেরে লা লিগা জমিয়ে তুলল বার্সালোনা
  • ১৯ জানুয়ারি ২০২৬
নাটকীয় জয়ে আফ্রিকান নেশন্স কাপ জিতল সেনেগাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9