মাইলস্টোন ট্রাজেডি

ভাই-বোনের খুনসুটির ইতি, চিরনিদ্রায় পাশাপাশি তারা

২৪ জুলাই ২০২৫, ০৬:৪৬ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১২:৫৯ AM
তাহিয়া তাবাসসুম নাদিয়া ও তার ছোট ভাই আরিয়ান আশরাফ নাফি

তাহিয়া তাবাসসুম নাদিয়া ও তার ছোট ভাই আরিয়ান আশরাফ নাফি © সংগৃহীত

যে মা প্রতিদিন ভাই-বোনের খুনসুটি থামিয়ে বলতেন, “ঝগড়া থামাও, এবার পড়তে বসো”—সেই মা তাহমিনা বেগম আজ নির্বাক। বুকভাঙা কান্নায় বারবার ডেকেও আর সাড়া পান না দুই আদরের সন্তানের কাছ থেকে। সন্তান হারানোর এই শোক ভাষায় প্রকাশের নয়।

একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ঝরে গেল দুইটি কচি প্রাণ—তাহিয়া তাবাসসুম নাদিয়া ও তার ছোট ভাই আরিয়ান আশরাফ নাফি। সোমবার দুর্ঘটনায় দগ্ধ হয়ে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী নাদিয়া মারা যায়। আর মঙ্গলবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার একমাত্র ভাই নাফি।

তাদের বাবা সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত আশরাফুল ইসলাম নিরব আর মা তাহমিনা বেগম—দুই সন্তানের জীবনের চারপাশ ঘিরেই ছিল তাদের সব স্বপ্ন-সম্ভাবনা। সেই স্বপ্ন এখন ধ্বংসস্তূপে।

ঢাকার তুরাগ থানার পুকুরপাড় রাজবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদের পাশেই নানাবাড়ির কাছের কবরস্থানে পাশাপাশি শায়িত করা হয়েছে ভাই-বোনকে। বুধবার বাদ জোহর ছোট ভাই নাফির দাফন সম্পন্ন হয়; এর একদিন আগেই একই স্থানে দাফন করা হয় বোন নাদিয়াকে।

যে ভাই-বোন একসাথে খেলত, পড়ত, ঝগড়া করত আবার মুহূর্তেই মিলেও যেত—তাদের জীবনের সেই চিরচেনা সঙ্গ এখন নিঃশব্দ। আর কোনোদিন তাদের মধ্যে খুনসুটি হবে না, ভাগাভাগি করে খাওয়া হবে না, কিংবা মা-বাবার কাছে একে অপরের নামে অভিযোগও করা হবে না। এখন তারা পাশাপাশি শুয়ে আছে, শান্ত এক ঘুমে।

এলাকার স্বজন হুমায়ুন হাওলাদার বলেন, “ওদের নিয়ে নিরব ভাইয়ের অনেক স্বপ্ন ছিল। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ভোলা ছেড়ে ঢাকায় বসতি গড়েছিলেন, গড়ে তুলেছিলেন ব্যবসাও। আজ সব শেষ।”

এদিকে, বুধবার দুপুরে ভোলার বাংলাবাজারের ফলাতেম খানম কলেজে নিহতদের স্মরণে আয়োজিত হয় শোক ও দোয়ার মাহফিল। কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ সুশান্ত কুমার হাওলাদার, সহকারী অধ্যাপক এবিএম আব্দুস সাত্তার, সিনিয়র শিক্ষক আবুল বাশার, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক অমিতাভ অপু, শিক্ষক বিল্লাল হোসেন জুয়েলসহ অনেকেই। দোয়া পরিচালনা করেন আবুল বাশার মো. আব্দুস সাত্তার।

নিহতদের গ্রামের বাড়িতেও নেমে আসে শোকের ছায়া। আত্মীয়স্বজন, প্রতিবেশী আর শুভানুধ্যায়ীরা ভিড় করেন তাদের বাড়িতে। ভাই-বোনের ছবি বুকে ধরে বিলাপ করতে থাকেন স্বজনরা। চাচা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেনসহ পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।

একটি পরিবারের সমস্ত স্বপ্ন মুহূর্তেই ধসে পড়েছে। যে ঘর একসময় ভাই-বোনের হাসি-আনন্দে মুখর ছিল, সেখানে এখন শুধু নিস্তব্ধতা আর স্মৃতির ভার। দুই নয়নের মনি এখন শুধুই স্মৃতি। আর সেই স্মৃতিই বেঁচে থাকবে, অবিরত কান্নার শব্দে।

অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে …
  • ১৮ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ জানুয়ারি ২০২৬
আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইসির ওপর আস্থা নেই, এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা ভাবার সম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9