ঘুমিয়েছিলেন নিজ ঘরে, লাশ মিলল অন্যঘরে, ২ বছরের সন্তান রেখে চিরঘুমে স্বামী-স্ত্রী

২০ জুলাই ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০০ AM
মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার © টিডিসি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বসতঘর থেকে স্বামী সোহাগ মিয়া (২৪) ও স্ত্রী ঝুমা আক্তার (২১) এই দম্পত্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালের দিকে ঝুমার বাবার বসতঘর থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

মৃত সোহাগ মিয়া দুর্গাপুর সদর উপজেলার চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। ঝুমা আক্তার একই উপজেলার কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে। সোহাগ ও ঝুমা দম্পত্তির দুই বছর বয়সি কন্যা সন্তান রয়েছে। সোহাগ পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন বছর পূর্বে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। স্ত্রী ও সন্তান নিয়ে সোহাগ তার শ্বশুরবাড়ি কুড়ালিয়া গ্রামে থাকতেন। গত শনিবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। পরে ভোরে অন্য আরেকটি ঘরে ধারণার সাথে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

প্রথম খুনের মধ্যে দিয়ে তারেক রহমানের প্লান প্রকাশিত হয়েছে: …
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিপিএল মাতানো মার্কিন তারকাকে বহিষ্কার আইসিসির
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage