দোষী যেই হোক তার কঠোর শাস্তি হতে হবে: প্রিন্স

১২ জুলাই ২০২৫, ০৮:৩৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:৪৮ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স © টিডিসি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন বর্বরোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমার নেই। দোষী যেই হোক তার কঠোর শাস্তি হতে হবে।’

শনিবার (১২ জুলাই) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে ‘আলোকিত হলুয়াঘাট রূপকল্প’ র্শীষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমরান সালেহ বলেন, ‘আমি ভিডিওতে দেখে স্তম্ভিত, লজ্জিত। যারা এ জঘন্য কাজ করেছেন, তারা কোনো দলের হতে পারে না। যিনি নিহত হয়েছেন, তিনিও যুবদলের কর্মী। যিনি হত্যাকারী তিনিও যুবদলের কর্মী। যুবদলের হোক বা না হোক, তিনি বাংলাদেশের একজন নাগরিক। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি সবারই থাকতে হবে।’

তিনি বলেন, ব্যক্তির দায় দল নেবে না। দল সেই দায় নিতে পারে, যা দল নির্দেশ দেয়। চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বিএনপির ডিকশনারিতে নেই।

অনৈতিক কাজ বিএনপি প্রশ্রয় দেয় না উল্লেখ করে প্রিন্স বলেন, নিশ্চয়ই গত কয়েক মাসে তা প্রমাণিত হয়েছে। বিএনপি যদি আওয়ামী লীগের মতো অনৈতিকতাকে প্রশ্রয় দিতো, তাহলে বিএনপিকে দোষ দেওয়া যুক্তিসংগত ছিল। বিএনপি তা করছে না। এর পরেও যারা এসব বিষয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের উদ্দেশ্যই ভিন্ন।

এ সময় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্বমিত্র চাকমাকে শোকজ করল ঢাবি প্রশাসন
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬