কক্সবাজারে জুমার নামাজে গিয়ে একই পরিবারের ৪ শিক্ষার্থী নিখোঁজ
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৭:৩২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৮:১৮ PM

কক্সবাজারের রামুতে জুমার নামাজ পড়তে গিয়ে একই পরিবারের চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। উপজেলার বাইপাস মসজিদে নামাজ পড়তে গিয়ে তারা নিখোঁজ হয়। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারগুলোয় চলছে আহাজারি।
শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে জুমার নামাজ পড়তে পরিবার থেকে বের হয় চার শিক্ষার্থী। পরে তারা আর ফিরে আসেনি। তারা রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
নিখোঁজ চার শিক্ষার্থী হলো কলিম উল্লাহর ছেলে ওমর ফারুক ইমন, আনছার উল্লাহর ছেলে আব্দুল হামিদ ছমির, ছৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ রিতাজ ও নজরুল ইসলামের ছেলে মেস্তফা কামাল।
আরও পড়ুন: দেড় শতাধিক ছাত্রলীগ নেতাকে পুনর্বাসন করেছে ছাত্রদল
পরিবারের সদস্যরা জানিয়েছেন, জুমার নামাজের জন্য বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, ‘নিখোঁজের ঘটনায় পরিবার থেকে একটি মিসিং ডায়েরি হয়েছে। আমরা আমাদের অভিযান অভ্যাহত রেখেছি।’