নিখোঁজের একদিন পর পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

৩১ মে ২০২৫, ১২:৪৬ AM , আপডেট: ৩১ মে ২০২৫, ০৯:২৪ PM
নিহত ছাত্র সাদ মিয়া

নিহত ছাত্র সাদ মিয়া © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর একটি পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) পৌর শহরের ভাদুঘর খাদেমপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ছাত্র সাদ মিয়া (১২) ভাদুঘর খাদেমপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে এবং স্থানীয় নগরপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যার পর মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সাদ। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হয় এবং এলাকায় মাইকিংও করা হয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।  পরে শুক্রবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬