চেঙ্গী নদীতে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি আজও

০৪ জুন ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:০৯ PM
মাইশিং ত্রিপুরা

মাইশিং ত্রিপুরা © টিডিসি সম্পাদিত

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের এক দিন পার হলেও উদ্ধার হয়নি কিশোর মাইশিং ত্রিপুরা (১৭)। তাকে উদ্ধারে মঙ্গলবার (৩ জুন) বিকেলে থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (৪ জুন) প্রতিবেদন লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি । এদিকে তার সন্ধানে  নদীর কিনারে আজও ভেজা চোখে দাঁড়িয়ে আছে তার মা, পরিবার আর পাড়া-প্রতিবেশীরা।

জানা গেছে, নিখোঁজ ত্রিপুরা গাছবান এলাকার অমৃত পাড়ার বাসিন্দা তপন জ্যোতি ত্রিপুরার ছেলে।  মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে অমৃত পাড়া এলাকায় ছোট ঝিরি থেকে মাছ ধরে ফিরছিল মাইশিং ও তার তিন বন্ধু। এ সময় তার তিন বন্ধু সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও, তিনই স্রোতের তোড়ে ভেসে গিয়েছেন। 

মাইশিং ত্রিপুরার বন্ধুরা বলেন, আমরা সবাই সাঁতরে পার হচ্ছিলাম। মাইশিং একটু পেছনে ছিল। হঠাৎ দেখি সে ডুবে যাচ্ছে। ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কান্তি নাথ বলেন,  প্রথমে স্থানীয়রা উদ্ধার চেষ্টায় নেমেছিল, কিন্তু প্রবল স্রোতের কারণে তারা ব্যর্থ হয়েছে। পরে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধ্যা থেকে অভিযান শুরু করে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

উল্লেখ্য, এই রিপোর্ট লেখা পর্যন্ত মাইশিংয়ের খোঁজ মেলেনি। চেঙ্গী নদীর পাড়ে জড়ো হওয়া মানুষদের চোখে এখন শুধুই প্রার্থনা, হয়তো ফিরে আসবে মাইশিং। পাহাড়ি নদীর বুক চিরে কোনো এক সময়ে হয়তো দেখা মিলবে তার—জীবিত কিংবা নিথর দেহের।  

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬