ময়মনসিংহে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেটসহ আটক ১
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:৩১ PM

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চৌদার গ্রামের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেটসহ উছমান গনি (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) দিবাগতরাত ১টায় আটকৃতের বাড়ীতে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার এস আই মোবারক হোসেন।
আটক উছমান গনি চৌদার গ্রামের জামাল উদ্দিনের ছেলে। জব্দকৃত যৌন উত্তেজক ট্যাবলেটের বাজার মূল্য ৭৫ হাজার টাকা হবে বলে জানা গেছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।