মৃত মো. মোতালেব হোসেন © সংগৃহীত
খাগড়াছড়িতে প্রশিক্ষণের সময় অসুস্থ হয়ে মো. মোতালেব হোসেন (৩১) নামের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে জেলার এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার (ASTC)-এ এই ঘটনা ঘটে।
মৃত মো. মোতালেব হোসেনের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দীঘলকান্দি ইউনিয়নে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সেকশন লিডার কোর্স (SLC)-এর নিয়মিত প্যারেড ও শারীরিক অনুশীলনে অংশ নেন ময়মনসিংহ শিল্প পুলিশের এএসআই মো. মোতালেব হোসেন। পিটি চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মোতালেব হোসেন এর ভাই মো. হাসান তালুকদার জানান, আমরা চার ভাই, দুই বোনের মধ্যে মোতালেব চতুর্থ। উনি ১১ বছর যাবৎ পুলিশের চাকরি করেছিল।
বাংলাদেশ পুলিশ এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টার খাগড়াছড়ির এনডিসি পরিতোষ ঘোষ জানান, আসলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। মোতালেব হোসেন আমাদের সেকশন লিডার কোর্সের একজন প্রশিক্ষণার্থী ছিল। গত ১ জুলাই থেকে আমাদের সেকশন লিডার কোর্স শুরু হয়, এবং সেটা ৪ মাসব্যাপী। এটা মূলত এএসআই সশস্ত্র পদোন্নতির জন্য এটা বাধ্যতামূলক কোর্স। মোতালেব শিল্পাঞ্চল পুলিশ ময়মনসিংহে কর্মরত ছিল।
জানা গেছে, ছয় সপ্তাহের সেকশন লিডার কোর্সে অংশ নিতে খাগড়াছড়িতে এসেছিলেন এএসআই মো. মোতালেব হোসেন। কর্মস্থলে দায়িত্ব পালনে দক্ষ এই পুলিশ কর্মকর্তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও প্রশিক্ষণার্থীদের মাঝে।