খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে পুশইন

পুশইন করা ব্যক্তিরা বিজিবির নিরাপত্তা রয়েছেন
পুশইন করা ব্যক্তিরা বিজিবির নিরাপত্তা রয়েছেন  © টিডিসি

খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে আরও ১৯ বাংলাদেশি নাগরিককে ভারত থেকে পুশইন করা হয়েছে। আজ সোমবার (২৬ মে) ভোররাতে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।পুশইন হওয়া এসব ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে আটক হয়েছিলেন। পরে অননুমোদিতভাবে সীমান্ত অতিক্রম করিয়ে তাদের খাগড়াছির আচালং সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বর্তমানে তারা বিজিবির ২৩ ব্যাটালিয়নের কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুশইন হওয়া সবাই বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যদি তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক হন, তাহলে স্বজনদের মাধ্যমে তাদের নিজ নিজ জেলায় ফেরত পাঠানো হবে।

আরও পড়ুন: কাউকে না বলে হাসপাতাল থেকে চলে গেলেন বিষপান করা সেই ৪ যুবক

জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘পুশইন হওয়া ব্যক্তিরা অনুপ্রবেশ কি না, আমরা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। তারা বর্তমানে মাটিরাঙ্গায় একটা স্কুলে বিজিবির নিরাপত্তায় রয়েছে। সঠিক তথ্য যাচাই করে তারা যদি বাংলাদেশি হয়, তাহলে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর যদি ভারতের নাগরিক হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, চলতি মাসেই খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে কয়েক দফায় অন্তত ৮৬ বাংলাদেশিকে পুশইন করেছে ভারত। আজকের ঘটনায় এই সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৫-এ ।


সর্বশেষ সংবাদ