আটক আবদুর রহিম © টিডিসি
কিশোরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযানে ৪ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ৯টায় সদর উপজেলার বিন্নাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আবদুর রহিম (৪০)। রহিম কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গজারিয়া বিলপার গ্রামের আহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, অভিযান চলাকালে আবদুর রহিমের কাছ থেকে ৪ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তপু খান বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করেন।
অভিযানটি নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।