জব্দ করা রাসায়নিক সার © টিডিসি
গাইবান্ধায় কৃষকদের রাসায়নিক সারের সংকটের সুযোগে কালোবাজার চক্রের এক চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা ও কৃষি বিভাগ। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের কদমতলী এলাকা থেকে অবৈধভাবে চলন্ত একটি অটোভ্যান থেকে ২০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।
জানা যায়, তুলসীঘাট বাজার থেকে একটি অটোভ্যানে করে রাসায়নিক সার কামারজানি নিয়ে যাওয়ার পথে কদমতলী এলাকায় স্থানীয়দের সন্দেহ হয়। তারা যানবাহনটি আটক করে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসকে খবর দেন। খবর পেয়ে কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে অটোভ্যানটি তল্লাশি করেন এবং তাতে অবৈধভাবে পরিবহনকৃত ২০ বস্তা রাসায়নিক সারের দাম সত্যতা পান।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবিলম্বে সারবাহী যানটি খোলাহাটি ইউনিয়ন পরিষদে জব্দ করে রাখেন। গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম ঘটনাটি নিশ্চিত করে জানান, সারগুলি অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। এখন জব্দ করা সারের মালিক ও সংশ্লিষ্ট দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।