‘মানসিক ভারসাম্যহীন’ বৃদ্ধের ব্যাগে মিলল সাড়ে তিন লাখ টাকা

বৃদ্ধের ব্যাগে মিলল সাড়ে তিন লাখ টাকা
বৃদ্ধের ব্যাগে মিলল সাড়ে তিন লাখ টাকা  © সংগৃহীত

‘মানসিক ভারসাম্যহীন’ এক বৃদ্ধের ময়লা কাপড়ের ব্যাগে থেকে ৩ লাখ ৫৯ হাজার ৫২ টাকা পাওয়া গেছে। শনিবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় গোসল করানোর সময় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা টাকাগুলো পান। খবর পেয়ে পুলিশ এসে আবদুল গনি ও টাকাগুলো থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই বৃদ্ধের নাম আবদুল গনি। দীর্ঘদিন ধরে শহীদ ডা. জিকরুল হক সড়ক, পুলিশ ক্লাব ও পোস্ট অফিস মোড় এলাকায় তাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। কখনো কারও কাছে টাকা চান না। স্থানীয়রা স্বেচ্ছায় খাবার ও টাকা দিতেন।

জানা গেছে, এক স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য আবদুল গনিকে গোসল করানোর উদ্যোগ নেন। তার ময়লা জামাকাপড় খুলে পরিষ্কার করার সময় শার্টের হাতা, কলার এবং সঙ্গে থাকা একটি পুরোনো কাপড়ের ব্যাগে গুঁজে রাখা অবস্থায় টাকাগুলো পাওয়া যায়।

এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, 'ওই বৃদ্ধের নাম আবদুল গনি বলে জানা গেছে। তার কাছ থেকে পাওয়া টাকা পুলিশের জিম্মায় রয়েছে। তার নিকটাত্মীয়-স্বজন খোঁজা হচ্ছে। কাউকে পেলে টাকাসহ তাদের হাতে তুলে দেওয়া হবে।'


সর্বশেষ সংবাদ