বেতাগী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২১ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

১২ জুন ২০২৫, ০৩:৫৪ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৯:১৫ PM
শিক্ষকদের সঙ্গে ২০২১ ব্যাচের শিক্ষার্থীরা

শিক্ষকদের সঙ্গে ২০২১ ব্যাচের শিক্ষার্থীরা © টিডিসি

বছরের পর বছর কেটে গেলেও স্কুলজীবনের স্মৃতি কখনো মুছে যায় না। ঠিক এমনই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, যেখানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এসএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী।

আজ বৃহস্পতিবার (১২ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একঝাঁক প্রাক্তন শিক্ষার্থী ফিরে এসেছিলেন প্রিয় বিদ্যালয়ে, যেখানে একসময় তাদের কিশোর-কৈশোর কেটেছিল হাসি, আনন্দ, উদ্বেগ আর স্বপ্নে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাজাহান গাজী।  

প্রাক্তন শিক্ষার্থী সোহান মাহমুদ ও মো খাইরুল ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয় সহকারী শিক্ষক মো নুরুল আমিন বাচ্চু, মো আব্দুল হালিম (বিএসসি), মোসা লিপি আক্তার, রোজিনা আক্তার শিলা, প্রাক্তন শিক্ষার্থী মুশফিকুর রহমান জনি, তানজিলা জামান শিফা, মেহেদী হাসান মুন্না প্রমুখ।

আরও পড়ুন: ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি জারির তারিখ প্রকাশ, ছয়টির সূচি ঘোষণা

সহকারী শিক্ষক মো আব্দুল হালিম (বিএসসি) বলেন, ‘তোমাদের চোখে-মুখে যে উজ্জ্বলতা দেখছি, তা আমাদের আশাবাদী করে তোলে। বিদ্যালয় একদিন গর্ব করবে, এই ব্যাচের অর্জনে।’

সহকারী শিক্ষক মোসা. লিপি আক্তার বলেন, ‘তোমাদের হাসিমুখগুলো দেখে মনে হচ্ছে, যেন আমাদের ক্লাসরুম আবার জীবন্ত হয়ে উঠেছে। আজকের দিনটা আমাদের জন্যও অনেক স্পেশাল।’

সহকারী প্রধান শিক্ষক মো শাজাহান গাজী তিনি বলেন, ‘তোমাদের ফিরে আসা আমাদের শিক্ষক জীবনের এক গর্বের মুহূর্ত। তোমাদের মধ্যে দেশের আগামী নেতৃত্ব লুকিয়ে আছে। তোমরা এগিয়ে চলো, আমরা আছি আশীর্বাদ হয়ে।’

প্রাক্তন শিক্ষার্থী মো খাইরুল ইসলাম মুন্না বলেন, ‘আজ স্কুলে পা রেখেই মনে হলো, আমার শৈশব ফিরে এসেছে। আমরা হয়তো অনেক দূরে আছি একে অপরের থেকে, কিন্তু এই পুনর্মিলনী আমাদের হৃদয়কে আবার এক করে দিল।’

আরও পড়ুন: ১৯ বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দক্রমসহ ভর্তি আবেদন শেষ আজ

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্কুল জীবনের স্মৃতি হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। সেই সঙ্গে বিদ্যালয়ে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী চারজন শিক্ষককে স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানজুড়ে ছিল এক আবেগঘন, স্মৃতিময় ও আনন্দময় পরিবেশ, যেন স্কুল জীবনের পাতায় লেখা নতুন এক অধ্যায়। এই পুনর্মিলনী শুধু একটি দিনের আয়োজন নয়, এটি ছিল হৃদয়ের টানে ফিরে আসার এক গভীর অভিব্যক্তি।

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী ২ দিনের রিমান্ডে
  • ০৫ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ জানুয়ারি ২০২৬
ধর্মীয় শিক্ষা অবারিত করতে যেকোনো বয়সে দাখিল পরীক্ষায় বসার স…
  • ০৫ জানুয়ারি ২০২৬
১৭ বছর বয়সী সুরভীকে ২১ দেখিয়ে রিমান্ড আবেদন করতে যাচ্ছে পুল…
  • ০৫ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে ৮ শহিদের পরিচয় শনাক্ত
  • ০৫ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল চান ট্রাম্প, তার পরিকল্পনা কাজ করবে?
  • ০৫ জানুয়ারি ২০২৬