কনের বাড়িতে বরযাত্রী, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো দুই বাল্যবিবাহ 

১১ জুন ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:৫৭ PM
ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ © সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে দুই নাবালিকাকে  বিয়ে দেওয়া হচ্ছে খবর পেয়ে তাদের বাল্যবিবাহ বন্ধ করেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন। বুধবার (১১জুন) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বনগ্রাম ও নাগেরগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

জানা গেছে, বিয়ের সব আয়োজনই ছিল সেখানে। কনের বাড়িতে বরযাত্রীও চলে এসেছিল। এরই মধ্যে বাল্য বিবাহের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। পরে তিনি বাল্য  বিয়ে বন্ধ করে দেন এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত ওই দুই নাবালিকাকে বিয়ে না দেওয়ার নিষেধাজ্ঞা দেন দুই পরিবারকে। সেইসাথে এক পরিবারকে অর্থদন্ড করা হয়েছে।

এসময় একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্যগণ, দুর্গাপুর পুলিশ ও আনসার সদস্যগন উপস্থিত ছিলেন।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর জানান, ঘটনার দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৃথক দুটি গ্রামে গিয়ে দু’টি বিয়ে বন্ধ করেছি। মেয়েদের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে আইনি নিষেধাজ্ঞা দিয়ে মুচলিকা নেওয়া হয়েছে। এরপরও যদি বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে দুই পরিবারের অভিভাবকদের বিরুদ্ধে কারাবাসসহ যেকোনো আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ রোধে আমরা কঠোর অবস্থানে আছি। এ সময় কোথাও বাল্য বিবাহের কোনো ঘটনা ঘটলে, দ্রুত প্রশাসনকে জানানোর জন্য উপস্থিত সকলকে আহবান জানান তিনি। 

চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে উধাও দুর্বৃত্তরা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কুবির ভর্তির আবেদন শেষ আজ, এখন পর্যন্ত কত আবেদন পড়ল?
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গাজায় ৩৭টি আন্তর্জাতিক ত্রাণ সংস্থার লাইসেন্স বাতিল করছে ইস…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
টানেল সংযোগ সড়কে খালেদা জিয়ার গায়েবানা জানাজা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
দাফনের পর মৃত ব্যক্তির জন্য দোয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫