আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫০
- বাগেরহাট প্রতিনিধি
- প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৬:৫৩ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ অন্তত ৫০ জন। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত যুবকের নাম আজিজুর রহমান চৌধুরী (৩০)। তিনি সিংগাতি গ্রামের মোশারফ হোসেন চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সিংগাতি গ্রামের এরশাদ চৌধুরী ও মাসুদ চৌধুরীর মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শনিবার সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে এরশাদ চৌধুরীর সমর্থক আজিজুর রহমান চৌধুরী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, জমিজমা ও আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষ হয়। নিহত আজিজুর এরশাদ চৌধুরীর পক্ষের লোক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।