গলাচিপায় কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীদের ঈদ উদযাপন 

ঈদের জামাত
ঈদের জামাত  © টিডিসি

প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এক দিন আগেই ঈদুল আজহা উদযাপন করছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজায়ী দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা। শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনা গাজী বাড়ির শাহ সুফী মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফেজ মো. ইমতিয়াজ আলী। ঈদের নামাজ শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে কোলাকুলি,  মিষ্টি মুখ এবং কোরবানির পশু জবাই করার মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিশেষ এই ঈদ উদযাপন ঘিরে দরবার শরীফে বইছে উৎসবের আমেজ। ছোট-বড় সকল বয়সী মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথা ও বিশ্বাস আজও আগলে রেখেছে দরবার শরীফের অনুসারীরা। তাদের মতে, এটি শুধুমাত্র ঈদের আনন্দ নয়—বরং একটি আধ্যাত্মিক ঐক্য, আত্মত্যাগ ও ভক্তির প্রকাশ। কারো অনুসরন নয় বরং বিশ্বের যেকোনো প্রান্তের আকাশে চাঁদ দেখা গেলে তারা ঈদ ও ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করেন।

নামাজ শেষে স্কুল শিক্ষক মো. লুৎফর রহমান বলেন, আমরা বছরের এই দিনটির জন্য অপেক্ষায় থাকি। এটা শুধু ধর্মীয় উৎসব নয়, আমাদের আত্মিক সম্পর্কের এক মহামিলন। ২০০ শত বছরের বেশি সময় ধরে আমরা চাঁদ দেখে এই উৎসব পালন করে আসছি। আমাদের প্রধান দরবার চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফ। তাদের নির্দেশ অনুসারন করে আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকি। আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে আমরা কোরবানির পশু জবাই করবো।

মসজিদ ও খানকাহ কমিটির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সোহান বলেন, দরবার শরীফের প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নয় বরং বিশ্বের যেকোনো প্রান্তে আকাশে চাঁদ দেখা গেলেই আমরা ঈদ পালন করি। হানাফি মাযাহাবের নির্দেশ অনুসারে বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করি। এতে ধর্মীয় অনুশাসন ও ঐতিহ্য দুই-ই বজায় থাকে।

কমিটির কোষাধ্যক্ষ মো. ফোরকান মৃধা বলেন, আমাদের দরবার শরীফ শুধু নামাজ আদায়ের জায়গা নয়, এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র। এখানে সবাই মিলেমিশে উৎসব পালন করে থাকি। আমাদের আজ আনন্দের দিন।

মসজিদের ইমাম হাফেজ মো. ইমতিয়াজ আলী বলেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই পথে চলছি। মুসল্লিদের অংশগ্রহণ ও আন্তরিকতা আমাদের অনুপ্রেরণা দেয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence