বন্ধ রৌমারী-‌চিলমারী রু‌টে ফে‌রি চলাচল,  ভোগা‌ন্তি‌তে ঘরমুখো মানুষ 

০৬ জুন ২০২৫, ০৭:৩৭ AM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
বন্ধ রৌমারী-‌চিলমারী রু‌টে ফে‌রি চলাচল

বন্ধ রৌমারী-‌চিলমারী রু‌টে ফে‌রি চলাচল © টিডিসি

পবিত্র ঈদুল আজহায় কুড়িগ্রামের  ‌রৌমারী-‌চিলমারী রু‌টে ফে‌রির সু‌বিধা থেকে বঞ্চিত ব্রহ্মপুত্র ন‌দের নৌপ‌থের যাত্রীরা। যার কারণে নানা ভোগান্তি, আর বাড়‌তি খর‌চ কর‌তে হ‌চ্ছে ঘ‌রে ফেরা মানুষগু‌লোর। দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর ফেরি চালুর ১২দিনের মাথায় ফের বন্ধ হওয়ায় ঈদ যাত্রা নি‌য়ে তীব্র ক্ষোভের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ঘাট ত‌লি‌য়ে যাওয়ার অজুহা‌তে ফে‌রি বন্ধ করায় সি‌ন্ডি‌কে‌টের কারসা‌জি ব‌লে ম‌নে কর‌ছেন ভুক্ত‌ভোগীরা।

অপরদিকে ফে‌রি বন্ধ থাকায় ঈদ উপল‌ক্ষে যাত্রী‌দের কাছ থে‌কে বাড়‌তি ভাড়া আদায় করার অ‌ভি‌যোগ দীর্ঘদি‌নের। বৃহস্প‌তিবা‌র সকা‌লে বাড়‌তি ভাড়া চাওয়ায় চিলমারীর রমনা ঘা‌টে নৌকা মা‌লি‌কের স‌ঙ্গে ক‌য়েকজন যাত্রী‌র বাক বিতণ্ডা হয়। এতে তিন নৌকা যাত্রী আহত হন ব‌লে জানা গে‌ছে। ত‌বে তা‌দের নাম পরিচয় জানা যা‌য়নি।

এর আগে গতবছর ২৩ ডিসেম্বর নাব্যতা সংকট  কার‌ণে ওই পথে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ। এরপর গত  মে মাসের ২২ তারিখ ব্রহ্মপুত্র নদের পানি বাড়লে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে ফেরি চালুর ১২ দিন পরই গত বুধবার(৪ জুন)রৌমারীর ফলুয়ার চর ঘা‌টের রাস্তা ত‌লি‌য়ে যাওয়ায় ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়।

এক‌টি বিশ্বস্ত সূত্র জানায়, বিআইডব্লিউটিএর কিছু অসাধু কর্মকর্তা চিলমারী-রৌমারী ঘাটের ইজারাদার ও নৌকার মালিকদের সঙ্গ যোগসাজশ করে নানা অজুহা‌তে প্রতি ঈদে ফেরি চলাচল বন্ধ করে। এতে ক‌রে ঈদে ছুটিতে ঢাকা-জামালপুর হয়ে  আসা যাত্রীরা ফে‌রি সু‌বিধা পা‌ন না। এতে ক‌রে বাড়‌তি ভাড়ার মাধ‌্যমে যাত্রী‌দের প‌কেট কাটে চক্রটি।

রৌমারী ঘাট দি‌য়ে চিলমারী আসা নৌকার যাত্রী আলমগীর হো‌সেন, মোজাফ্ফর আলী জানান, রৌমারী থেকে চিলমারী ঘাটের নৌকা ভাড়া ১০০ টাকা। কিন্তু ঈদ‌কে সাম‌নে রে‌খে বা‌ড়তি ৫০ থে‌কে ১০০টাকা ক‌রে নেওয়া হ‌চ্ছে। অতিরিক্ত ভাড়ার কোনো রশিদও দি‌চ্ছে না। প্রতিবাদ কর‌লে তারা উল্টো খারাপ আচরণ ক‌রে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন ক‌র্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুই তীরের ঘাট ডুবে গেছে। নাইট নেভিগেশন করা হ‌লে রা‌তেও ফে‌রি চল‌বে। এতে যাত্রী ও যানবাহন পারাপা‌রে সু‌বিধা হবে।

প্রাথমিকের প্রশ্নফাঁস ও জালিয়াতি নিয়ে শিবিরের বিবৃতি
  • ১১ জানুয়ারি ২০২৬
মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার র…
  • ১১ জানুয়ারি ২০২৬
জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9