বল খেলতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

০৫ জুন ২০২৫, ০৮:০৫ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৭:৩৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গোরাপুর গ্রামের জান মিয়া বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো, নোয়ান্নই ইউনিয়নের গোরাপুর গ্রামের জান মিয়ার বাপের বাড়ির সৌদি প্রবাসী  ফারুক হোসেনের মেয়ে ফাতেমা আক্তার (২) এবং অন্য জন এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের সৌদি প্রবাসী নুরুদ্দিনের ছেলে মো. সিয়াম (২)।

স্থানীয়রা জানান, শিশু দুটি দুপুরের দিকে বসত ঘরের সামনে বল নিয়ে খেলা করছিল। খেলতে গিয়ে বল পানিতে পড়ে যায়। পরে বলটি কুড়িয়ে নিতে গেলে একে একে দুজনেই পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর দীর্ঘ সময় তাদের খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে স্বজনরা তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন রুবেল জানান, বল খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে এতে আমরা গভীর শোকাহত। পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ নেই বিধায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি

বাকৃবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা হলো শোক বই
  • ০৫ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা তারেক রহমা…
  • ০৫ জানুয়ারি ২০২৬
বিজ্ঞপ্তির ১ ঘণ্টা পরও ফল দেখতে পারছেন না জবির ভর্তিচ্ছুরা,…
  • ০৫ জানুয়ারি ২০২৬
বদলির সংশোধিত নীতিমালা জারি নিয়ে সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ০৫ জানুয়ারি ২০২৬
‘যেকোনো পরিস্থিতিতে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলাই ফরহাদের ব…
  • ০৫ জানুয়ারি ২০২৬
গাজীপুরে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা
  • ০৫ জানুয়ারি ২০২৬