জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১৮ পরিবারকে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের ঈদ উপহার

০৫ জুন ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১১:০১ PM
কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১৮ পরিবারকে প্রশাসনের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১৮ পরিবারকে প্রশাসনের ঈদ উপহার © টিডিসি ছবি

ঈদুল আযহাকে সামনে রেখে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জ জেলার ১৮জন শহীদের স্বজনদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

বুধবার (৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।

আরও পড়ুন: ঈদ জামাতের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার বৃহৎ ঈদগাহ গোর-এ শহীদ বড় ময়দান

অনুষ্ঠানে ঈদ উপহার গ্রহণ করার সময়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।

অনুষ্ঠানে ঈদ উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক শহীদ সদস্যের পরিবারকে ১০ হাজার টাকার চেক এবং ঈদ সামগ্রীর একটি প্যাকেট দেওয়া হয়।

অনুষ্ঠানে শহীদ পরিবারের পক্ষে শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল তার বক্তব্যে শহীদ পরিবারগুলোর পাশে থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান তার বক্তব্যে বলেন, রাষ্ট্রসহ আমাদের সবার দায়িত্ব শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা। প্রত্যেকের জায়গা থেকে জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করতে হবে এবং দল-মত নির্বিশেষে শহীদ পরিবারগুলোর জন্য যা করা উচিত আমাদের সর্বোচ্চ করতে হবে। শহীদ পরিবারের কষ্টগুলো আমাদেরও। আমরাও তাদের সাথে সমব্যথী।

জেলার ১৮ জন বীর শহীদের ১৮টি কবরকে বাঁধাই করে দেওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, তাদের স্মৃতিগুলো যেন মুছে না যায়, আমাদের মনে যেন তারা চিরজাগরুক থাকে, এ জন্যে বীর শহীদদের কবরগুলোকে আমি বাঁধাই করে দেব। এজন্যে জেলা পরিষদের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিলু প্রমুখ।

 

বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, চিনে ফেলায় দেয়া হয় আগ…
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল,…
  • ০১ জানুয়ারি ২০২৬
যোগাযোগে দক্ষ হয়ে ওঠার ১০ কার্যকরী কৌশল
  • ০১ জানুয়ারি ২০২৬
ঢাবির স্টাফ ও টিচার্স এরিয়া ব্যতীত ক্যাম্পাস এরিয়ায় আতশবাজি…
  • ০১ জানুয়ারি ২০২৬
বছরের শেষ দিনে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
  • ০১ জানুয়ারি ২০২৬