ময়মনসিংহে ভিজিএফের ৩ হাজার কেজি চাল জব্দ

০২ জুন ২০২৫, ০৪:৩৭ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ১১:২৯ AM
জব্দ করা ভিজিএফের চাল

জব্দ করা ভিজিএফের চাল © টিডিসি

ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ও তার শ্যালক কর্তৃক ভিজিএফের চাল আত্মসাতের চেষ্টাকালে ৩ হাজার ২১০ কেজি চাল জব্দ করেছেন সেনবাহিনীর একটি দল।

আজ সোমবার (২ জুন) ভোরে পরিষদের কাছের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে ১০৭ বস্তা (৩২২১ কেজি) চাল জব্দসহ এক নারীকে আটক করা হয়।

গতকাল রবিবার (১ জুন) গৌরীপুরের ৭ নম্বর রামগোপালপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
এই ইউনিয়নের ৩ হাজার ২২৭টি পরিবারের মধ্যে ১০ কেজি করে ৩ হাজার ২১০ কেজি চাল বিতরণ শুরু হয়।

জানা গেছে, ওই চাল সঠিকভাবে বিতরণ না করে পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমীন জনির নির্দেশে তার ভাই রতন মাস্টার ও শ্যালক তুহিনকে দিয়ে গভীর রাতে বিক্রি করে দেন। পরে ওই চাল পরিষদের পাশে মো. শাহজাহানের বাড়িতে স্তূপাকারে রাখা হয়। একপর্যায়ে আজ সোমবার ভোর চারটার দিকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার সময় সড়কে টহলরত সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। এ সময় অনেকে পালিয়ে গেলেও কথিত কালোবাজারি শাহজাহানের স্ত্রী মোছাম্মৎ কল্পনা আক্তার (৪৫) ধরা পড়েন। পরে সেনাবাহিনীর দলটি তার বাড়িতে গিয়ে ১০৭ বস্তা চালের সন্ধান পান।

আরও পড়ুন: শিশুদের পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের অভিযোগে যুবক গ্রেফতার

এ বিষয়ে জানতে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনির মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোব রিসিভ করেনি।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান  বলেন, বিষয়টি জানতে পেরে খোঁজখবর নেওয়া হচ্ছে। বরাদ্দকৃত চালের নয়ছয় হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে গেীরীপুর সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বে থাকা ক্যাপ্টেন আহমেদ ইশতিয়াক জানান, চাল বিক্রির সময় হাতেনাতে ধরা পড়লে পরিষদের পাশের শাহজাহানের বাড়িতে গিয়ে বিপুল পরিমাণ চাল জব্দসহ এক নারীকে আটক করা হয়।

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন মসজিদ নিয়ে বিতর্ক, যা …
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর টাকার খাম! মিডিয়া সেলের অস্বীকার, মুফতি উস…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘ভোটাধিকার হরণ ঠেকাতে কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৫ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট
  • ৩১ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির রাজনীতি নয়, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই…
  • ৩১ জানুয়ারি ২০২৬