শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা, ৫০ হাজার টাকা জরিমানা
- চট্টগ্রাম (আনোয়ারা) প্রতিনিধি
- প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:২০ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:৪৮ PM
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় শতবর্ষী একটি সরকারি পুকুর ভরাটের অভিযোগে আবদুল মোনাফ (৫৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ জুন) বিকেলে মোহাম্মদপুর এলাকার রিজুয়ান মুন্সির হাটের পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, মোহাম্মদপুর এলাকায় সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমির ওপর অবস্থিত শতবর্ষী পুকুরটি দীর্ঘদিন ধরে একটি পক্ষ বালু দিয়ে ভরাট করে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। এর বিরুদ্ধে ২০২৪ সালের অক্টোবর মাসে স্থানীয় বাসিন্দা ইকবাল হায়দার চৌধুরী চট্টগ্রাম জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
রবিবার আবারও পুকুর ভরাটের কাজ শুরু হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আবদুল মোনাফ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, “সরকারি খাস জমিতে পুকুর ভরাটের অভিযোগে আমরা অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পুকুরটিতে সরকারি খাস জমির পাশাপাশি কিছু ব্যক্তিমালিকানাধীন জমিও রয়েছে। বিষয়টি সঠিকভাবে নির্ধারণ করতে খুব শিগগিরই পূর্ণাঙ্গ সার্ভে করা হবে।