সীমান্তে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি-জনতা

৩১ মে ২০২৫, ১১:২০ AM , আপডেট: ৩১ মে ২০২৫, ১২:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে পুশইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে পিছু হঁটতে বাধ্য হন তারা। শুক্রবার (৩০ মে) রাতে কচাকাটা থানার কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়,শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার গোলকগঞ্জ থানার বিএসএফ সদস্যরা দুটি পিকাপ ভ্যানে ৫০/৬০জন নাগরিককে বাংলাদেশর সীমান্ত লাগোয়া ভারতের ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে পুশইন করার জন্য জড়ো করে। পরে সীমান্ত গ্রামটির সব লাইট বন্ধ করে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শত শত জনতা সীমান্তে অবস্থান নেয়। পরে কুড়িগ্রাম ২২ বিজিবির কচাকাটা ও কেদার ক্যাম্পের সদস্য ও আনসার ভিডিপির কয়েকটি টিম সীমান্তে কঠোর অবস্থান নেয়। 

অন্যদিকে বিএসএফও অবস্থান নেয় ভারতীয় সীমান্তে। পরে রাত ২টার দিকে শূন্য রেখায় অবস্থান নেয় বিএসএফ। এসময় বিএসএফ কয়েক দফা বিজিবির সাথে কথা বলতে চাইলে বিজিবি তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে রাত তিনটার দিকে শূন্য রেখা থেকে সরে যায় বিএসএফ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে কাউকে পুশইন করতে না পারে সেজন্য বিজিবি, আনসার সদস্যসহ সীমান্তবাসী যৌথ ভাবে পাহারা দিচ্ছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে। 

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার
  • ০৮ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে ৬৬ শতাংশই ফেল
  • ০৮ জানুয়ারি ২০২৬
সরকারি-বেসরকারি স্কুলে ৮ লাখ আসন ফাঁকা, শূন্য থাকা আসনে ভর্…
  • ০৮ জানুয়ারি ২০২৬
সিলেটের ব্যাটিং অর্ডারে আবারও রদবদল, নেপথ্যে কী?
  • ০৮ জানুয়ারি ২০২৬
৩৬৩ আইফোন ও নগদ অর্থসহ তিন চাইনিজ নাগরিক গ্রেফতার
  • ০৮ জানুয়ারি ২০২৬
ম্যাচসেরা হয়েও আক্ষেপে পুড়ছেন জয়
  • ০৮ জানুয়ারি ২০২৬