রাস্তা সংস্কারের অভাবে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হাজারো মানুষের
- ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
- প্রকাশ: ২০ মে ২০২৫, ০১:৩১ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৫:৫৬ PM
মাত্র কয়েক ফুট রাস্তা। তাও সংস্কারের অভাবে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিতে আসা হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রসূতি মা ও বয়োবৃদ্ধরা কমিউনিটি ক্লিনিকের ভবনে উঠতে গিয়ে ভয়ে থাকতে হয় কখন জানি পড়ে যান। এ কারণে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ঝুঁকি নিয়ে মিনি বিশ্ব রোডের পাশে সেবা দিয়ে আসছেন।
এ অবস্থা চলছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া কমিউনিটি সেন্টারে। স্থানীয়দের দাবি, মাত্র কয়েক ফুট রাস্তা সংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
জানা গেছে, টেবুনিয়া-বাঘাবাড়ি মিনি বিশ্ব রোডের পাশে ২০২০ সালের দিকে প্রতিষ্ঠিত হয় পাটুলীপাড়া কমিউনিটি ক্লিনিক। এই ক্লিনিকে পাটুলীপাড়া, পাটুলীপাড়া চরপাড়া, দিয়ারপাড়া, বোয়ালিয়া, টেংগরজানিসহ চারটি গ্রামের কয়েক হাজার মানুষ এই ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিয়ে থাকে। বিশেষ করে এসব এলাকার অসহায় দরিদ্র প্রসূতি মা, নবজাতক, শিশু, বৃদ্ধ নারীসহ প্রতিদিন ৫০ থেকে ৬০ জন মানুষ স্বাস্থ্যসেবা সহায়তা নিয়ে থাকে।
ফলে এই ক্লিনিকে সেবা নিতে আসা মানুষকে ক্লিনিকে উঠতে কিংবা নামতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুঘর্টনা। কখনো কখনো দরিদ্র প্রসূতি মা সেবা নিতে এলে ক্লিনিকে ঢুকতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে বিশ্ব রোডের পাশেই সেবা নিচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, টেবুনিয়া-বাঘাবাড়ি মিনি বিশ্ব রোড থেকে মাত্র ১৫ কিমি ২০ ফুট দূরে অবস্থিত পাটুলাপাড়া কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকে যাওয়ার রাস্তাটি বৃষ্টির বা প্রাকৃতিক কারণে ভেঙে গেছে। কিন্তু এটি সংস্কারে কারও কোনো উদ্যোগ নেই।
সেবা নিতে আসা আসমা খাতুন বলেন, ‘একটুখানি রাস্তা তা-ও আবার অনেক নিচু। এখানে আসাই যায় না। অনেক কষ্টে ক্লিনিকে আইছি। যেকোনো সময় পড়ে হাত পা ভেঙে যাবি।’
পাটুলীপাড়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) লাকি খাতুন বলেন, প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন মানুষ স্বাস্থ্যসেবা, পরামর্শ নিতে আসেন এই ক্লিনিকে। কিন্তু ক্লিনিকে আসার মাত্র কয়েক গজ রাস্তাটি প্রসূতি মা, শিশু ও বয়োবৃদ্ধদের জন্য খুবই বিপজ্জনক। রাস্তাটি সংস্কার হওয়া জরুরি।
ভাঙ্গুড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. বদরুল আলম বলেন, বিশ্ব রোড থেকে ক্লিনিকের দূরত্ব মাত্র ১৫ থেকে ২০ ফুট রাস্তা। কিন্তু রাস্তাটি কয়েক বছর ধরে ভেঙে আছে। ফলে এই ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষকে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, বিষয়টি জেনেছি। ভবিষ্যতে গুরুত্বের সঙ্গে দেখা হবে।