ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আওয়ামী লীগের ঝটিকা মিছিল
আওয়ামী লীগের ঝটিকা মিছিল  © টিডিসি ফটো

গত ৫ আগস্ট সরকার পতনের পর ফেনীতে প্রথমবারের মতো ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। ইতোমধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

আজ বৃহস্পতিবার (৮ মে) ভোরে শহরের কলেজ রোড থেকে জেলা আওয়ামী লীগের ব্যানারে এ ঝটিকা মিছিল বের করা হয়।

একটি ভিডিওতে দেখা যায়, ফেনী জেলা আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে কলেজ রোড এলাকা প্রদক্ষিণ করছে। তবে মিছিলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি থাকলেও জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে দেখা যায়নি। 

মিছিলে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘মুজিববাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’; ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবেন ফিরে বাংলাদেশে’ ইত্যাদি স্লোগান দেন তারা।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বিকেলে পৌর ও সদর ছাত্রদল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। যেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ঘটনার পর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।  তিনি লিখেছেন, ‘ফেনীর পুলিশ প্রশাসন গত কয়েকদিন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ছোট খাটো অপরাধে যেভাবে ব্যবস্থা নিয়েছেন তাতে আমাদের মনে হচ্ছে আপনাদের যথেষ্ট সক্ষমতা তৈরি হয়েছে। এখন আমরা দেখতে চাই ৪ আগস্টের খুনিদের দ্রুত গ্রেপ্তার করার সক্ষমতা। না হয় আমাদের আর বুঝতে বাকি থাকবে না ফেনীতে আওয়ামী লীগকে কারা পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছে।’

এ ব্যাপারে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইতোমধ্যে মিছিলের ভিডিও নজরে এসেছে। তাদের পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence