এবার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মে ২০২৫, ০৬:২৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:৩২ PM
ঝিনাইদহের কুসুমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাত ১১টার দিকে মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রিয়াদ পিপুলবাড়িয়া গ্রামের শফি উদ্দিনের ছেলে।
বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল। তিনি বলেন, ‘সীমান্তে বিএসএফ’র গুলিতে রিয়াদ নামে একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।’
আরও পড়ুন: বিএসএফ ২ বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার জেরে ২ ভারতীয়কে আটক করল গ্রামবাসী
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে হালকা বৃষ্টিতে ধানের জমিতে পানি জমে যায়। পরে পানি নিষ্কাশন করতে রিয়াদ সেখানে যান। জমিটি ভারত সীমান্তের কাছাকাছি। সেসময় ওপার থেকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। একপর্যায়ে একটি ছররা গুলি তার শরীরে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।