বিএসএফ ২ বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার জেরে ২ ভারতীয়কে আটক করল গ্রামবাসী
- দিনাজপুর প্রতিনিধি
- প্রকাশ: ০২ মে ২০২৫, ০৩:২৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৫ PM
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা সীমান্তবর্তী এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে ধরে স্থানীয় বিদ্যালয়ে আটক রেখেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্ত সংলগ্ন জমিতে কৃষিকাজে নিয়োজিত ছিলেন মাসুদ ও এনামুল নামে দুই বাংলাদেশি কৃষক। এ সময় ৩২০ নম্বর মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি এলাকা থেকে তাদের জোর করে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
এ ঘটনা শুনে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে। তারা পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় দুই নাগরিককে আটক করে ধরে আনে। তাদের কারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করার জন্য বিরল থানার সঙ্গে যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি গ্রামবাসীর মুখ থেকে শুনেছি। এখনো নিশ্চিত হতে পারিনি।
তবে বিরল থানার ডিএসবি শাখার উপপরিদর্শক মো. জিন্নাতুল আমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিএসএফের সদস্যরা বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে গেছে, এটা নিশ্চিত হয়েছি। তবে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বলে সবার মুখে শুনছি। তবে আমি নিশ্চিত হওয়ার জন্য বিজিবি কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি এ বিষয়ে কিছু জানাতে পারেননি। আমরা তদন্ত করে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।
তবে ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশি দুই নাগরিককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে গ্রামবাসী।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানান ডিএসবি কর্মকর্তা।