নারী চিকিৎসকের ওপর হামলা ছাত্র সমন্বয়কের, কর্মবিরতি

১৪ এপ্রিল ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৯ AM
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে © সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্র সমন্বয়ক কর্তৃক নারী চিকিৎসকের ওপর হামলার অভিযোগে টানা দুদিনের কর্মবিরতি পালন করেন চিকিৎসক ও কর্মচারীরা। এর ফলে সেখানে চিকিৎসাসেবা নিতে আসারা দুর্ভোগে পড়েছেন।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে চিকিৎসা কার্যক্রম বন্ধ। চিকিৎসকদের কক্ষে তালা ঝুলছে। হাসপাতাল চত্বর বহির্বিভাগের সামনে ও বারান্দায় রোগীদের জটলা। অনেকে চিকিৎসাসেবা না পেয়ে ফেরত যাচ্ছেন।

হামলাকারীকে গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান মেডিক্যাল অফিসার অনির্বাণ মল্লিক। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কলেজপাড়া এলাকার বাসিন্দা রাধারানী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আতাউর রহমান বুকে ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাবরিনা মুসরাত জাহান মৌ (৩০) ওই রোগীকে হৃদরোগে আক্রান্ত হিসেবে চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এরপর তিনি অন্য রোগীর চিকিৎসায় নিয়োজিত হন। 

এ সময় সেখানে রোগী আতাউর রহমানের ছেলে তাহমিদ সরকার তূর্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারাগঞ্জের ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে আরও চার-পাঁচজনসহ চিকিৎসক মৌকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। চিকিৎসকের শরীরে আঘাত করেন। এ ঘটনায় চিকিৎসক সাবরিনা মুসরাত জাহান মৌ তূর্যসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে শুক্রবার রাতে তারাগঞ্জ থানায় অভিযোগ দেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে কর্মবিরতির মধ্যে চিকিৎসাসেবা নিতে আসা কুর্শা ইউনিয়নের কচুগাড়ি বাহাদুরপাড়া গ্রামের মুনজিয়াল হক (৩৫) জানান, আমার শরীরে সমস্যা। চিকিৎসা নিতে হাসপাতালে এসে প্রায় ২ ঘণ্টা থেকে আছি কোনো সেবা পাইনি। দায়িত্বরত ব্যক্তিদের আমি অনেক বলেছি, কিন্তু তারা আমাকে চিকিৎসাসেবা দেয়নি। আমি এখানে শুনলাম কোনো সমন্বয়ক নাকি কোনো চিকিৎসককে মারধর করছে সে জন্যই তারা চিকিৎসা দিচ্ছে না।

অভিযুক্ত তূর্য সরকার বলেন, আমার বাবা হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছিল। ওই চিকিৎসককে বারবার দেখার জন্য অনুরোধ করছিলাম। তিনি না শুনে উল্টো আমার সঙ্গে খারাপ আচরণ করেন। এ নিয়ে তার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ জানান, আন্দোলনকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধু সমন্বয়ক শব্দটা ব্যবহার করে তাদের করা বিভিন্ন অনিয়ম ঢাকার চেষ্টা করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা ইতোপূর্বে তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তারা সুযোগ নিয়ে এটাকে ইস্যু করে আগের কুকীর্তি ঢাকতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ডমিনেট করতে চাচ্ছে।

কর্মবিরতির বিষয়ে জানতে চাইলে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার অনির্বাণ মল্লিক বলেন, যতক্ষণ পর্যন্ত চিকিৎসককে হামলাকারী গ্রেপ্তার হবে না। ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুবেল রানা বলেন, ঘটনার দিন আমি সেখানে গিয়েছিলাম। খোঁজখবর নিয়েছি ও বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ: চিকিৎসক
কৃষি গুচ্ছে উত্তীর্ণদের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফল…
  • ১১ জানুয়ারি ২০২৬
এবার জানা গেল এইচএসসির পরীক্ষার সময়
  • ১১ জানুয়ারি ২০২৬
৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ায় ক্ষতির মুখে বাংলাদ…
  • ১১ জানুয়ারি ২০২৬
এবার একযোগে ১২ এনসিপি নেতার পদত্যাগ
  • ১১ জানুয়ারি ২০২৬
ছাত্রীকে যৌন নিপীড়ন: খুবি অধ্যাপককে দুই বছরের জন্য দায়িত্ব …
  • ১১ জানুয়ারি ২০২৬
মা সহ চার বছরের শিশুর মরদেহ উদ্ধার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9