পিরোজপুরে রমজান উপলক্ষে জামায়াতে ইসলামীর খাদ্যসামগ্রী বিতরণ

১৭ মার্চ ২০২৫, ০২:৫২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৬ AM
ইফতারসামগ্রী তুলে দেওয়া হচ্ছে

ইফতারসামগ্রী তুলে দেওয়া হচ্ছে © টিডিসি

পিরোজপুরে রমজান উপলক্ষে নিম্ন আয়ের বিভিন্ন পরিবারের মধ্যে খাদ্যমগ্রী  বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের অডিটরিয়াম রুমে ৩০০ পরিবারের মধ্যে রমজানের এ খাদ্যসামগ্রী উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ৩০০ মানুষের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছেন, চাল, ডাল, চিনি, তেল, পিঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, জামায়াতের পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ, নায়েবে আমির মাওলানা আ. রব, সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা সিদ্দিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মো. আবদুর রাজ্জাক ও ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সভাপতি মেহেদী হাসান।

আরও পড়ুন: ইউজিসি কর্মকর্তাদের কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, দেখা করতে হবে উন্মুক্ত স্থানে

অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ বলেন, ‘সরকারিভাবে পবিত্র রমজানে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য আমাদের কার্যক্রমগুলো অব্যাহত রয়েছে। এ ছাড়া বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে আমরা এগিয়ে আসলে আমরা একটি উন্নত ও সুন্দর সমাজ গঠন করতে পারব। আমাদের উচিত রাসূল (স.) দেখানো পথ অনুসরণ করা সে অনুযায়ী এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়ানো।’

সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী বলেন, ‘আমরা দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, আমরা সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আপনারা মনে রাখবেন এই সামগ্রীগুলো একজন ভাই আরেক ভাইকে উপহার হিসেবে দিচ্ছে। আমাদের উচিত ছিল এই উপহারসামগ্রীগুলো আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া, কিন্তু সেটা সম্ভব হয়নি, আমাদের আরও অনেক ভাই-বোনেরা আছে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানোর, আমরা এবার সবাইকে এর আওতায় আনতে পারিনি কিন্তু আমাদের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে।’

জামায়াতে ইসলামী আমির তোফাজ্জেল ইসলাম ফরিদ বলেন, ‘রমজান মাসে আমাদের প্রধান দায়িত্ব নামাজ, রোজা পালন করার পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। ইসলামের শিক্ষা অনুযায়ী, এই মাসে আর্থিক সহযোগিতা, খাদ্য সহায়তা ও দান করা।’

আরও পড়ুন: ঢাবিতে নতুন হল নির্মাণ প্রকল্পের অনুমোদন, ব্যয় ২৪৪ কোটি টাকা

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা বলেন, ‘এ ধরনের উদ্যোগ শুধু খাদ্য সহায়তা নয়, বরং এটি আমাদের মধ্যে ভালোবাসা এবং সহমর্মিতার অঙ্গীকারকে আরও শক্তিশালী করে। জামায়াতে ইসলামী এ ধরনের কাজ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে।’

এ অনুষ্ঠানে অন্য স্থানীয় নেতারা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন এবং অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ইফতারসামগ্রী তুলে দেন।

ট্যাগ: জামায়াত
চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ ব্যবসায়ীদের
  • ১২ জানুয়ারি ২০২৬
অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমন করতে না পারা সরকারের ব্যর্থত…
  • ১২ জানুয়ারি ২০২৬
খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে…
  • ১২ জানুয়ারি ২০২৬
মাঝপথেই বিপিএল ছাড়তে চেয়েছিলেন গুরবাজ
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ফের ভর্তি আবেদন শুরু
  • ১২ জানুয়ারি ২০২৬
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9