খাদ্য অধিদপ্তর © সংগৃহীত
খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৫১৬ জন। সোমবার (১২ জানুয়রি) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জানুয়ারি বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত খাদ্য অধিদপ্তরাধীন অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ফলাফল (সংযুক্ত তালিকা) প্রকাশ করা হলো। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।
ফল দেখুন এখানে