ইউজিসি কর্মকর্তাদের কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, দেখা করতে হবে উন্মুক্ত স্থানে

ইউজিসি লোগো
ইউজিসি লোগো   © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মকর্তা-কর্মচারীদের রুমে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংস্থাটির যে কোন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করতে হলে উন্মুক্ত স্থানে কর‍তে হবে। এজন্য আগে থেকে অনুমতিও নিতে হবে।

জানতে চাইলে ইউজিসি সদস্য (পাবলিক ইউনিভার্সিটি) অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, ‘ইউজিসির প্রশাসনিক সভায় সাংবাদিকসহ সাধারণের প্রবেশের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উন্মুক্ত স্থানে গণমাধ্যমকর্মীরা কর্মকর্তাদের সাথে দেখা করতে পারবেন; তবে সদস্যদের সঙ্গে তার কক্ষেই দেখা করা যাবে।’

‘সাংবাদিকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন এটিই স্বাভাবিক। ইউজিসি যদি স্বাধীনভাবে তথ্য সংগ্রহে বাধা দেয়, তাহলে তা অগ্রহণযোগ্য হবে। ইউজিসির সিদ্ধান্ত জানার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।’ -ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)।

ইউজিসির একটি সূত্র জানিয়েছে, কমিশনের সচিব ড. ফখরুল ইসলামের জুলাই অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা গণমাধ্যমে সংবাদ হওয়ায় তাকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম বহির্ভূত পদোন্নতি-পদায়ন এবং নিয়মনীতির তোয়াক্কা না করে ঋণ দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় নড়েচড়ে বসে কমিশন। গণমাধ্যমের তথ্য সরবরাহে বাধা সৃষ্টি করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: অন্তর্বর্তী প্রশাসনের অধীনে সাত কলেজ, হেডকোয়ার্টার কোথায় হবে জানা গেল

ইউজিসির এ ধরনের সিদ্ধান্তে অবাক হয়েছেন খোদ কমিশনের কর্মকর্তা-কর্মচারীরাই। তারা বলছেন, ইউজিসির সাবেক চেয়ারম্যান এ কে আজাদ দায়িত্ব পালনের সময় এমন উদ্যোগ নেওয়া হলেও সমালোচনার মুখে তা বাতিল করা হয়। তবে আবারও পুরোনো সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে কমিশন। সাংবাদিকদের কাজ অনিয়ম খুঁজে বের করা। সেখানে কমিশনে প্রবেশের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত ইউজিসিকে প্রশ্নবিদ্ধ করবে। এর মাধ্যমে ইউজিসির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন দেখা দেবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইউজিসির অতিরিক্ত পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা জানান, 'ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তা। জুলাই অভ্যুত্থানে তিনি শিক্ষার্থীদের রাজাকার বলে সম্বোধন করেছিলেন। তাকে বাঁচাতেই সাংবাদিকদের কমিশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক কিছু সংবাদের কারণে কমিশনের সমালোচনা হওয়ায় বিধিনিষেধ আরোপ হয়েছে।

এসব বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সাংবাদিকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন এটিই স্বাভাবিক। ইউজিসি যদি স্বাধীনভাবে তথ্য সংগ্রহে বাধা দেয়, তাহলে তা অগ্রহণযোগ্য হবে। ইউজিসির সিদ্ধান্ত জানার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ