খুলনায় হাত-পা বাঁধা ভ্যানচালকের মরদেহ উদ্ধার

  © ফাইল ফটো

ডুমুরিয়ায় মহিদুল শেখ মিলন (৩৯) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার হয়েছে। তিনি উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর কাকুড়পাড়া এলাকার ওমর আলী শেখের ছেলে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর গোবিন্দকাটি এলাকার একটি বাগান থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিলন শেখ পেশায় ভ্যানচালক। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ভ্যান নিয়ে বের হন এবং ওইদিন বিকেল বেলা পর্যন্ত তিনি চুকনগর বাসষ্ট্যান্ড এলাকায় ছিলেন। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন অর্থাৎ আজ বৃহস্পতিবার সকালে একটি বাগানে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া গেছে তার মরদেহটি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, লোকটির দুই পা, হাত ও মুখ শক্ত করে বাঁধা ছিল। এছাড়া গলায় রশি দিয়ে বেঁধে গাছের সঙ্গে রাখা ছিল। তাদের ধারণা, হত্যাকারীরা তাকে মেরে ভ্যান নিয়ে পালিয়ে গেছে। 

এ বিষয়ে ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ আক্তারুজ্জামান লিটন জানান, হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ভ্যানচালক মিলন শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!