বাচ্চার অসুস্থতায় ছুটি চেয়েছিলেন মা, ছুটি দেয়নি কর্তৃপক্ষ, কারখানায় যাওয়ার পথে মৃত্যু 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস (৩২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) ভোর ৬টায় বাঘের বাজারে গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনে ট্রাক চাপায় নিহত হন তিনি। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সহকর্মীরা।           

আন্দোলনরত শ্রমিকরা জানান, নিহত জান্নাতুল  গোল্ডেন রিফিট গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। সন্তান অসুস্থ থাকায় মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন তিনি। কিন্তু ছুটি না দিয়ে তার পরিচয়পত্র রেখে কারখানা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। আজ সকালে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক অতিক্রম করার সময় অটোরিকশা ও ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সরেজমিন দেখা যায়, ক্ষুব্ধ শ্রমিকেরা হত্যার বিচারের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে মিছিল করছেন। কারখানার সামনের সড়কে লাঠিসোঁটা নিয়ে শতাধিক শ্রমিক অবস্থান নিয়েছেন। কারখানার নিরাপত্তাকর্মী ছাড়া কর্মকর্তারা সবাই কারখানার ভেতরে অবস্থান করছেন। শিল্প পুলিশ ও থানা-পুলিশের কয়েকজন সদস্য কারখানার ফটকের ভেতরে অবস্থান নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। 

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার জেরে কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।’


সর্বশেষ সংবাদ