রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
- রাজশাহী জেলা প্রতিনিধি
- প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ১১ মার্চ ২০২৫, ১০:৫১ PM

রাজশাহী, রাজশাহীর দাসপুকুর মোড়ে আজ (১১ মার্চ) দুপুর ২টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাসপুকুর মোড় হয়ে টিভি পুকুরের দিকে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় চালক রাস্তায় ছিটকে পড়ে গেলে বাসটি তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত মোটরসাইকেল চালকের নাম শামিম হোসেন (৩৬)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মহব্বতপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ মসিম উদ্দিন মন্ডল এবং মাতা মৃত সানোয়ারা বেগম।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী বাসচালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল আলম বলেন,ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক রাস্তায় পড়ে যান এবং তখনই বাসটি তার ওপর দিয়ে চলে যায়। বাসটি শনাক্তের কাজ চলছে এবং দোষী চালককে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করতে পারব। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে নজরদারি আরও জোরদার করা হবে।”
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।