৪৫ পদে তথ্য অধিদপ্তরে নিয়োগের আবেদন শেষ কাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৬ AM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫২ AM
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত একাধিক পদে ১১ থেকে ২০তম গ্রেডে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৯টি
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
অভিজ্ঞতা: কম্পিউটারে এমএস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া পত্রপত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, নওগাঁ, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
২. পদের নাম: ফটোগ্রাফার
পদসংখ্যা: ৪টি
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
অভিজ্ঞতা: ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিজিটাল ফটোগ্রাফিতে অন্যূন ছয় মাসের কোর্সের সনদ এবং বাংলা এবং ইংরেজিতে ছবির ক্যাপশন লেখায় দক্ষতা থাকতে হবে। ফ্রিল্যান্স ফটোসাংবাদিকতার যোগ্যতা থাকতে হবে।
যেসব জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন না: মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, নওগাঁ, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫টি
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
অভিজ্ঞতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ থাকতে হবে। বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
যেসব জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন না: মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, নওগাঁ, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৪. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৩টি
আবেদনের যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
অভিজ্ঞতা: অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৯-এর (ঘ) তফসিল ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
যেসব জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন না: মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, নওগাঁ, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৫. পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসহ অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস।
যেসব জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন না: মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, নওগাঁ, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৬. পদের নাম: স্টোর অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস।
অভিজ্ঞতা: কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।
যেসব জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন না: মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, নওগাঁ, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪টি
আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
অভিজ্ঞতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
যেসব জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন না: মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, নওগাঁ, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৮. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৮টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
যেসব জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, বান্দরবান, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, রাঙামাটি, জয়পুরহাট, পাবনা, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা: প্রার্থীদের বয়স ২০২৩ সালের ১ জানুয়ারি ন্যূনতম ১৮ বছর ও ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ ৩২ বছর, তারাও আবেদনের যোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। ৩ ও ৭ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.pressinform.gov.bd/ ওয়েবসাইটে অথবা ইমেইল করুন alljobs.query@teletalk.com.bd ঠিকানায়।
আবেদন ফি: ১ থেকে ২ নম্বর পদের জন্য ৩৩৬/- টাকা; ৩ থেকে ৭ নম্বর পদের জন্য ২২৩/- টাকা এবং ৮ নম্বর পদের জন্য ১১২/- টাকা।
আবেদনের সময়সীমা: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।