তিন প্রজন্মের শিক্ষার্থীর স্মৃতির পাতায় ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তি উৎসব উদযাপন এবং বিভাগটির প্রাক্তন ছাত্র সমিতির গ্র্যান্ড রি-ইউনিয়ন অনুষ্ঠান ৮ নভেম্বর টিএসসিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান পিএইচডি। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা রূপ নেয় এক আবেগঘন পরিবেশে। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে তারা খোশগল্পে মেতে উঠেন। ঐতিহ্যবাহী এই বিভাগের তিন প্রজন্ম অর্থাৎ স্বাধীনতা পূর্ববর্তী, স্বাধীনতা পরবর্তী ও একবিংশ শতাব্দীতে পড়ুয়া শিক্ষার্থীদের কথা শুনে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সালেহীন বিন সাইফ।
- universities
- ০৯ নভেম্বর ২০২৫ ২১:৫৩