সংঘর্ষ বন্ধে শান্তি চুক্তিতে নেই ঢাকা সিটি কলেজ, কারণ জানালেন অধ্যক্ষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ PM
সংঘর্ষ ও মারামারি বন্ধে রাজধানী ঢাকায় পাশাপাশি অবস্থিত ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে হয়েছে এক অভিনব শান্তি চুক্তি হয়েছে। তবে এতে অংশ নেননি পার্শ্ববর্তী আরেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজের কেউ। সাম্প্রতিক সময়ে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ ও মারামারি ঘটনা ঘটে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে।
এই সমস্যার সমাধানে শিক্ষার্থীদের মধ্যে শান্তি চুক্তির মতো এক অভিনব উদ্যোগ নেয় পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক এই শান্তি চুক্তির আয়োজন করেন।
তবে তিনটি কলেজের মধ্যে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা আজ রবিবার (৯ নভেম্বর) এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অপরদিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেননি। বেলা ১২টার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আইডিয়াল ও ঢাকা উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ফুল দেন এবং কোলাকুলি করেন। অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
ঢাকা সিটি কলেজের কেউ যোগ দেননি কেন, জানতে চাইলে শিক্ষাপ্রতিষ্ঠানটি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী নিয়ামুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সময়ে গোলমাল হতো। তবে সাম্প্রতিক সময়ে আমাদের শিক্ষার্থীদের সাথে এমন ঘটনা ঘটেনি। তারপরও আজকে আমরা যেতে পারতাম। হয়তো ব্যস্ততার কারণে যেতে পারিনি বলে তিনি দাবি করেন।
কাজী নিয়ামুল হক আরও বলেন, আমরা গত সপ্তাহে বসছিলাম তিন কলেজের শিক্ষক ও অধ্যক্ষরা। আমাদের মধ্যে কো-অপারেশন আছে, যোগাযোগও আছে। আমরা সামনে চুক্তি করবো আবার। আশা করি, গোলমালগুলো অনেক কমে আসছে। সামনে আরও কমে যাবে। খুব তাড়াতাড়ি আবার তারা বসবে বলে তিনি জানান।
এদিকে আজকের অনুষ্ঠানের বিষয়ে ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, আমি এখানে জয়েন করার পরে বেশ কয়েকবার মারামারি হয়েছে। বেশ কয়েকবার আমি কলেজগুলোর শিক্ষকদের সাথে বসছি। কিন্তু মূল সমস্যা যাদের, তাদেরকে নিয়ে একবারও বসা হয়নি। তো আমি শিক্ষার্থীদের সাথেও যোগাযোগ করি। দুই পক্ষকে বসিয়ে দেওয়ার কথা জানাই। তারা রাজি হয়।
তিনি জানান, অনুষ্ঠানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মিষ্টি নিয়ে আসে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফুল নিয়ে আসে। পরে তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়, ফুল দেয় এবং কোলাকুলি করে।
তবে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের গতকাল শনিবার (৮ নভেম্বর) রাতে বিষয়টি জানানোয় সময় স্বল্পতায় তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি বলে জানান তিনি। ভবিষ্যতে আবারও তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে সমঝোতায় বসবেন বলেও উল্লেখ করেন ওসি।