শেকৃবির শেরেবাংলা হলে জানলার গ্রিল কেটে চুরি
- শেকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ PM
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শেরেবাংলা হলের বি ব্লকের ১২৩ ও ১২৪ নং রুমে জানলার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ধারণা, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এ চুরি সংঘটিত হয়।
সরেজমিনে দেখা যায়, বি ব্লকের দুটি রুমের পেছন দিক থেকে ভারী বস্তু দিয়ে জানালার কাচ ভাঙার পর গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেছে চোর। ভেতরে ঢুকে আলমারি ও ট্রাংকের তালা ভেঙে তছনছ করা হয়েছে। শুধু ১২৩ নম্বর রুমেই একাধিক আলমারির তালা ও দুইটি ট্রাংক ভাঙা অবস্থায় পাওয়া যায়।
১২৪ নম্বর রুমের শিক্ষার্থীরা এখনো হলে ফিরেননি বলে কী কী চুরি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জানালার কাটা অংশ দিয়ে রুমের ভেতর তাকালে এলোমেলো জিনিসপত্র ও ভাঙা আলমারির তালা স্পষ্ট দেখা যায়।
ঘটনাটি জানাজানি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাৎক্ষণিক তদন্ত দাবি করেছেন তারা।
ভুক্তভোগী শেরেবাংলা হলের ১২৪ নম্বর রুমের বাসিন্দা তামিম আহমেদ বলেন, ‘আমি সকালে হলে এসে রুমের তালা খুলে দেখি গ্রিল ভেঙে চুরি হয়েছে। রুমে তালা মারা ছিল জানালার গ্রিল ভেঙে চুরি হয়েছে। রুমের লকার বাক্স সবকিছুই ভাঙা এবং এলোমেলো। আমার তিন হাজার টাকা চুরি হয়েছে এবং আমার একটা ফ্যান চুরি হয়েছে। আমি আমার আশেপাশের রুমগুলোতে চুরি হয়েছে তাদের জানিয়েছে ওরা আসলে বলতে পারবে ওদের কী কী চুরি হয়েছে।’
পাশের রুমে হলে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘আমাদের রুমে আমরা দুজন অবস্থান করছিলাম রাত ১০টার দিকে রাউটার বন্ধ হয়ে যায়। আমরা এ রুমের রাউটার ব্যবহার করি। আমি ভাবছি হয়তো বিড়াল বা তার রুমেতে আসছে এ জন্য বন্ধ হয়ে গেছে পরবর্তী সময়ে আমার রুমে ডাটা ছিল আমি ডাটা চালু করে ব্যবহার করে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে এসে দেখি রুমে চুরি হয়েছে। রুমে তিনটা তালা ভাঙা এবং জানালার গ্রিল কাটা। এ রুমের (১২৪) খোঁজখবর করার পরে পাশের রুমেও (১২৩) হয়েছে কি না, দেখতে যেয়ে দেখে পাশের রুমেও একই অবস্থা।’
এ বিষয়ে হলের প্রভোস্ট মো. আব্দুল লতিফ বলেন, ‘ওই দুই রুমে চুরি হয়েছে। ওই রুমের এক শিক্ষার্থী আজ সকালে আসার পর আমরা বিষয়টা জানতে পেরেছি। এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা কিছু দেওয়ার চেষ্টা করব। বিষয়টা আমাদের কাছে খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কখনো ভাবতেও পারিনি এ রকম ধরনের চুরি হইতে পারে। আপাতত আমরা ভাঙা জানালাগুলো ঠিক করে দেব এবং হলে পেছনের দিকে আমরা নিরাপত্তার জন্য সিসিটিভি লাগাব।’