কার্যকর শিক্ষার কাঠামো বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: গাকৃবি ভিসি

১৫ অক্টোবর ২০২৫, ০৮:২২ PM
কর্মশালায় বক্তব্য রাখছেন প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান

কর্মশালায় বক্তব্য রাখছেন প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘অ্যাক্রেডিটেশন প্রাপ্তির বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে গুণগত মান নিশ্চিত করতে হবে এবং বিএনকিউএফ সেই পথে আমাদের একটি কার্যকর দিকনির্দেশনা দিচ্ছে। আমরা এই কাঠামো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘‘বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো  বাস্তবায়ন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ) বাস্তবায়ন শুধু একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং এটি শিক্ষার গুণগত উৎকর্ষ নিশ্চিত করার একটি মৌলিক হাতিয়ার। এ কাঠামোর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে প্রস্তুত করতে পারবো এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন সাধিত হবে।’

কর্মশালার মূল লক্ষ্য ছিল বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা প্রদান এবং এটি কীভাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা যায়, সে সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া। একই সাথে কর্মশালাটি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং একাডেমিক স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হয়। 

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং অ্যাক্রেডিটেশন এর পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ। প্রশিক্ষণে কী-নোট স্পিকার ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এর সদস্য প্রফেসর ড. এস.এম কবীর। 

কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন গাকৃবির অনুষদীয় ডিনবৃন্দ, প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটি এবং অ্যাক্রেডিটেশন কমিটির সদস্যবৃন্দ। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক, প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, যিনি স্বাগত বক্তব্যে কর্মশালার উদ্দেশ্য, তাৎপর্য এবং আইকিউএসি’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ দিকনির্দেশনা ও উৎসাহমূলক বক্তব্য রাখেন। 

কর্মশালার দ্বিতীয় পর্বে ড. এস.এম কবীর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তার উপস্থাপনায় বিএনকিউএফ এর স্তরভিত্তিক কাঠামো, কার্যকর বাস্তবায়ন প্রক্রিয়া এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) অর্জনে প্রয়োজনীয় ধাপসমূহ সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। অন্যদিকে ড. এম. ময়নুল হক গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনকিউএফ বাস্তবায়নের প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্লেষণধর্মী তথ্য তুলে ধরেন। এরপর একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীগণ বিএনকিউএফ এবং অ্যাক্রেডিটেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞদের নিকট থেকে দিকনির্দেশনা গ্রহণ করেন। শেষ পর্বে ভাইস-চ্যান্সেলরের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবিতে আওয়ামীপন্থি সাবেক প্রক্টর বিভাগের চেয়ারম্যান হওয়ায় শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীর তিনটি আসনে নির্বাচনী মানচিত্র বদলাবে প্রায় ৬ লাখ তরুণ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9