মাটিকে মায়ের মতোই ভালোবাসতে হবে: গাকৃবি ভিসি

১১ আগস্ট ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৮:৩৫ AM
প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান

প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

মাটিকে মায়ের সাথে তুলনা করা হয় বিধায় মাটিকে মায়ের মতোই ভালোবাসতে হবে বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। 

সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, “আমাদের মৌলিক চাহিদাগুলোর অধিকাংশই মাটি থেকে আসে। খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ সবকিছুতেই মাটির অস্তিত্ব অনস্বীকার্য। মাটি ছাড়া পৃথিবীর কোনো অস্তিত্বই কল্পনা করা যায় না।” 

উপাচার্য এ সময় কোরআনের আলোকে মাটির গুরুত্ব, গুণাবলি এবং মানুষের জীবনে এর অপরিহার্যতা তুলে ধরেন। 

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এবং বিভাগের প্রধান ড. মোঃ দীন ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন গাকৃবির রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সিনিয়র-জুনিয়র শিক্ষকবৃন্দ এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে নতুন ভর্তিকৃত এমএস প্রোগ্রামের ১৬ জন এবং পিএইচডি প্রোগ্রামের ৪ জন শিক্ষার্থী তাদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। এরপর ড. মোঃ দীন ইসলাম নবীনদের উদ্দেশ্যে উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে উপাচার্য নবাগত শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে হৃদয়গ্রহী অভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেন। পরে নবীনদের পক্ষ থেকে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন কয়েকজন শিক্ষার্থী। 

তাঁদের বক্তব্যে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রা শুরু করার উৎসাহ, স্বপ্ন ও অঙ্গীকারের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ওঠে। এরপর পর্যায়ক্রমে আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন পরিচালক (আইসিসিই) প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, গাকৃবির কেন্দ্রীয় লাইব্রেরি প্রধান প্রফেসর ড. মোঃ ইউনুছ মিঞা, পরিচালক (যানবাহন) প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামালসহ রেজিস্ট্রার ও প্রক্টর। যাঁরা মাটি এবং মৃত্তিকা বিজ্ঞানের গুরুত্ব, গবেষণার সুযোগ এবং উচ্চশিক্ষার পথচলা সম্পর্কে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। 

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ বলেন, ‘‘মৃত্তিকা বিজ্ঞান একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ শাখা, যা কৃষির প্রাণ হিসেবে বিবেচিত। আগামী দিনে দেশ ও জাতির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তোমাদেরই হতে হবে নেতৃত্বদানের যোগ্য মানুষ। আমরা তোমাদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করতে প্রতিশ্রতিবদ্ধ।” 

অনুষ্ঠানের শেষাংশে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে ওরিয়েন্টেশন কার্যক্রমের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। শেষে উপাচার্য ও উপস্থিত অতিথিদের সঙ্গে নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর ফটোসেশন অনুষ্ঠিত হয়, যা এই গুরুত্বপূর্ণ দিনের স্মৃতি হয়ে থাকবে। 

ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুনের মধ্যে গ্রিনল্যান্ড বিক্রি না করলে ২৫ শতাংশ শুল্কের হু…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে তুলে নেওয়ার অনেক আগে থেকেই স্বরাষ্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৪ হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বোমা কাল্লু গ্রেফতার
  • ১৮ জানুয়ারি ২০২৬
টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালিতে বিএনপির ৩ কমিটি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9