‘জুলাই শহিদ স্মরণে’ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ

বৃক্ষরোপন
বৃক্ষরোপন  © সংগৃহীত

জুলাই’২৪ গণঅভ্যুত্থান এর গৌরবময় স্মৃতি ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা পালিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। 

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্টদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি প্রশাসন ভবন সংলগ্ন মাঠে একটি করে ফলদ গাছের চারা রোপণ করেন। 

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ-সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণঅভ্যুত্থানের চেতনাকে ‘সবুজ ভবিষ্যৎ’-এর সঙ্গে যুক্ত করার বার্তা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্টদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং ডিপ্লোম্যাট ওয়ার্ল্ডের নির্বাহী সম্পাদক নাজিনুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, রেজিস্ট্রার এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত দর্শকবৃন্দকে আবিষ্ট করে তোলে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি ডকুমেন্টারি এবং গাকৃবির ইতিহাস-ঐতিহ্য ও সাফল্যের উপর ডকুমেন্টারির প্রদর্শনী। এরপর স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। বিশ্ব পরিবেশ দিবস’২৫ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি এ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সাফল্যে অভিভূত হয়ে বলেন, ‘‘এ বিশ্ববিদ্যালয়ের এতসব অর্জনই প্রমাণ করে যে এটি নিঃসন্দেহে একটি অনন্য শিক্ষাঙ্গন। এ বিশ্ববিদ্যালয়ের সাথে ভবিষ্যতে আরো উষ্ণ সম্পর্ক তৈরি হবে বলেও রাষ্ট্রদূত দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।’’ 

সভাপতির সমাপনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আজকের এই আয়োজন সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। জুলাই’২৪ গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্রের ইতিহাসে এক সাহসী অধ্যায়, যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ও তরুণদের আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে উঠেছে।

উপাচার্য আরো বলেন,‘‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এ দিনটিকে শুধু স্মরণ করি না, বরং এর চেতনা বাস্তবায়নের জন্য কাজ করি। আজকের র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা সভা আমাদের তরুণ শিক্ষার্থীদের সেই চেতনায় জাগ্রত করার প্রয়াস।’’ এ সময় আলজেরিয়ার সাথে শিক্ষা সম্পর্কিত পারস্পারিক ভ্রাতৃত্ববোধ এবং শান্তি প্রতিষ্ঠায় গাকৃবি কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। 

দিনব্যাপী এই আয়োজনে বিকেলে পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘জুলাই শহিদ স্মরণে’ বিশেষ আলোচনা সভা এবং বাংলাদেশ মঞ্জুরী কমিশন  প্রেরিত ও গাকৃবি কর্তৃক নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence