শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে গতি আনতে গোলটেবিল বৈঠক সোমবার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৩৫ PM
শরীয়তপুর জেলায় বহুদিন ধরে মানুষের প্রত্যাশিত একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। সে অনুযায়ী জাতীয় সংসদে ‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় আইন’ পাসও হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কার্যত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার (৩০ জুন) সকাল ১০টায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আয়োজক শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ফোরাম।
ফোরামের আহ্বায়ক ড. মোশারফ হোসেন মাসুদ বলেন, “২০২৩ সালে জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন পাস হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও প্রকল্প বাস্তবায়নের কোনো কার্যক্রম দৃশ্যমান নয়। এই গড়িমসি জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তাই এই গোলটেবিল বৈঠকে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের প্রয়োজনীয়তা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।”
স্থানীয় জনগণ ও শিক্ষাপ্রেমীদের মতে, একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুরের কৃষি, শিক্ষা এবং অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রূপরেখা, বাস্তবায়নে করণীয় এবং নীতিনির্ধারকদের করণীয় তুলে ধরার কথা রয়েছে।